ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড সিরিজ শেষ করে বাংলাদেশের চোখ এখন আফগানিস্তান সিরিজে। সেই লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। গতকাল সোমবার থেকেই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের প্রি সিরিজ অনুশীলন ক্যাম্প। যেখানে আলাদা করে গুরুত্ব পাচ্ছে বোলিং ইউনিট।

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য কাজ করছেন স্পিনারদের নিয়ে। তবে সাবেক লঙ্কান এই ক্রিকেটার টাইগারদের দুই বিভাগের বোলিং নিয়েই ভালো করার চেষ্টার কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার আফগানিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে মিরপুরে অনুশীলন করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। 

আর এ সময় হেরাথ বলেন, ‘পেসার ও স্পিনার মিলিয়ে প্রপার বোলিং ইউনিট থাকলে সেরা বোলিং ইউনিট তৈরি করা যায়, আমরা সেই চেষ্টাই করছি’ পেসাররা ভালো করলে সেটি স্পিনারদের জন্য কতটুকু স্বস্তিদায়ক সাংবাদিকের এমন প্রশ্নে হেরাথ বলেন, ‘এখানে ইউনিট না, দল আসল ব্যাপার। কেউ ভালো করলে আমরা সবাই খুশি হই, খারাপ করলে সবাই মিলেই সমাধানের পথ খুঁজি। আমরা একটা দল।’

বিশ্বকাপের আগে নিজেদের স্পিনারদের বৈচিত্র এবং টেকটিকস নিয়ে কাজ করার কথা বলেন হেরাথ, ‘স্পিনারদের জন্য কন্ডিশন কঠিন হলে চ্যালেঞ্জ তো অবশ্যই। এজন্যই আমরা বিশ্বকাপের আগে ভালো করে প্রস্তুতি নিচ্ছি। আমরা বৈচিত্র্য ও টেকটিকস নিয়ে কাজ করছি। পিচ থেকে সহায়তা না পেলে এগুলো কাজে লাগাতে হবে। বিশ্বকাপের উইকেটে স্পিনারদের তেমন সহায়তা নেই।’

এসএইচ/এইচজেএস