ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ
প্রথম ম্যাচে হারের শঙ্কা থাকলেও শেষ মুহূর্তে কোনো রকমে পরাজয় এড়ায় বাংলাদেশ ‘এ’ দল। তবে অনানুষ্ঠানিক সিরিজের দ্বিতীয় টেস্টে শেষ রক্ষা হয়নি। স্বাগতিকদের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় সফরকারী ক্যারিবীয় যুবারা। তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অধিনায়ক বদলেও দলের ব্যর্থতার চিত্র বদলায়নি বাংলাদেশের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ৪৪৫ রানের বড় সংগ্রহ পেয়েছিল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে আজ (বুধবার) দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান। ফলোঅন এড়াতে টাইগারদের এখনো প্রয়োজন ১৩৮ রান। যা একপ্রকার অসাধ্যই বলা চলে।
বিজ্ঞাপন
এদিন টাইগার ব্যাটারদের ব্যাটিং ধস সাক্ষী হলো সিলেট। শুরুতে মাহমুদুল হাসান জয় ৯, পরবর্তীতে ৫ রানে বিদায় নেন মুমিনুল হক। এরপর জাকির হাসানকে নিয়ে অধিনায়ক সাইফ হাসান হাল ধরার চেষ্টা চালাচ্ছিলেন। তবে ব্যক্তিগত ২৯ রানে থাকাকালে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন জাকির।
বিজ্ঞাপন
এরপর আরও ২ উইকেট হারায় স্বাগতিকরা। ইয়াসির আলী রাব্বি ৯ এবং শাহাদাত হোসেন দিপু থামেন মাত্র ৩ রানে। পরবর্তীতে সাইফ ফেরেন ৩২ রানে। দ্রুত রান তুলতে থাকা নুরুল হাসান সোহানও ফেরেন ২৮ রান করে।
দিন শেষে তানজিম হাসান সাকিব ১৭ ও নাসুম আহমেদ ৭ রানে অপরাজিত রয়েছেন। এর আগে নাসুমের ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ইনিংস থামে ৪৪৫ রানে। আগের দিন ৩২০ রানের সঙ্গে আজ প্রথম সেশনে ১২০ রান যোগ করে ক্যারিবিয়ানরা।
এসএইচ/এফআই