দুই বছরের ম্যারাথন দৌড়। এবার শিরোপার মহারণে মুখোমুখি সেরা দুই দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। ইংল্যান্ডের ওভালে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

টানা দ্বিতীয় বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। প্রথম আসরে তারা নিউজিল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল। তবে এবার প্রথমবারের মতো টেস্ট ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। 

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নামার আগে বার বার আলোচনায় এসেছে পিচ। নিরপেক্ষ ইংলিশ ভেন্যু কার পক্ষে কতটা আচরণ করে সেটাই এখন দেখার বিষয়। বিশেষত অজি পেসারদের গতির সঙ্গে পরীক্ষা চলবে ভারতীয় ব্যাটিংয়ের। ভারতের মাটিতে সর্বশেষ বর্ডার-গাভাস্কার সিরিজে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল ভারত।

তবে সিরিজে ভারতের পিচ নিয়ে তুমুল সমালোচনা দেখা দিয়েছিল। কিন্তু এবার দু’দলের লড়াই হবে ইংলিশ ভেন্যুতে। যদিও সেই কন্ডিশন কিছুটা বেশি চেনা অস্ট্রেলিয়ার। তবে দু’দলের ক্রিকেটাররাই মূল পার্থক্য গড়ে দেবেন।

পিচ ও পরিবেশ দেখে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাদ পড়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দলের একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা। পেস সহায়ক পিচে ভারতের মূল অস্ত্র হতে পারেন শামি ও সিরাজ। লাল বলে তাদের সামর্থ্যের কথা ইতোমধ্যে জানান দিয়েছেন। 

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

এফআই