ভারতের মাটিতে হতে যাওয়া ‍ওয়ানডে বিশ্বকাপের আর চার মাসেরও কম সময় বাকি। বলা হয়েছিল আইপিএল আসর শেষ হলেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আইসিসি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি আসরটি শেষ হয়েছে আরও ১০ দিন আগে। কিন্তু আইসিসি এখনও বিশ্বকাপের সূচি নিয়ে কোনো কিছু জানাতে পারেনি। তবে আয়োজক দেশ ভারত আগামী বুধবার সূচি দেবে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। এরপর যাচাই-বাছাই শেষে সূচি চূড়ান্ত করা হবে।

এর আগে মার্চে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল, এবারের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে হবে। তবে স্বাগতিক ভারত বা আইসিসি এখন পর্যন্ত কোনো দিন তারিখ নিশ্চিত করেনি। এরপর বিসিসিআইয়ের সচিব জয় শাহ সম্প্রতি বলেছিলেন, ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মধ্যেই এ সূচি প্রকাশ করা হবে। সেই টেস্টের আজ (৮ জুন) দ্বিতীয় দিন চলছে।

আরও পড়ুন >> ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা কবে, জানাল বিসিসিআই

কিন্তু আইসিসির নির্বাহীর মুখে শোনা গেল সম্পূর্ণ ভিন্ন কথা। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালের সঙ্গে কথা বলার সময় অ্যালারডাইস বলেছেন, ‘আমার মনে হয় আজও (বুধবার) আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। এরপর আমাদের অংশগ্রহণকারী দেশগুলো ও ব্রডকাস্টারদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। এরপর যতটা দ্রুত সম্ভব এটি প্রকাশ করতে পারব আমরা। সাধারণত এরকম ইভেন্টে আয়োজকদের সঙ্গে মিলেই কাজ করি।’

তবে এমন বিলম্বের কারণ জানাতে পারেননি অ্যালারডাইস, ‘কিছু কিছু ক্ষেত্রে অনেক রকমের পরামর্শের দরকার পড়ে, ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে। আয়োজকের ওপরও একটা ভালো ইভেন্ট উপহার দেওয়ার অনেক দায়িত্ব থাকে। তাদের সব রকমের সম্ভাব্য ব্যাপারই ভেবে দেখতে হবে।’

ক্রিকেট বিশ্বে ওয়ানডে বিশ্বকাপ অনেক আকর্ষণীয় ও জনপ্রিয় একটি আসর। এর আগে টুর্নামেন্ট শুরুর ১৩ মাস আগে দেওয়া হয়েছিল ২০১৯ বিশ্বকাপের সূচি। যার আয়োজক ছিল ইংল্যান্ড ও ওয়েলস। এরও আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া ২০১৫ বিশ্বকাপের সূচি ১৮ মাস আগে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন >> যে শর্তে ভারত বিশ্বকাপে অংশ নিতে চায় পাকিস্তান

এবার চার মাস আগেও সূচি ঘোষণা না হলেও, দুয়েকদিনের মধ্যে প্রাথমিক সূচি হাতে পাওয়ার বিষয়ে অ্যালারডাইস বলছেন, ‘যতক্ষণ না আমি সূচিটা দেখছি… আমি অপেক্ষা করছি। আশা করি, আগামী দুয়েক দিনের মধ্যেই কিছু একটা দেখতে পাব। আমাদের ইভেন্ট আয়োজক দল খুবই অভিজ্ঞ, বিভিন্ন দেশে ইভেন্ট আয়োজন করেছে তারা। আপনার নিয়ন্ত্রণে যা, আপনি শুধু সেটিই বলতে পারবেন। ইভেন্টকে এগিয়ে নিতে যা করা দরকার, সেসব নিয়েই কাজ করছে তারা। যখনই আমাদের কাছে ওই তথ্যটা আসবে, আমরা খুব দ্রুতগতিতে এগোতে থাকব।’

আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতোমধ্যে তাদেরকে রাজি করাতে দেশটির বোর্ডের সঙ্গে বসেছিল আইসিসির প্রতিনিধিরা। তবে আগে থেকে বলতে থাকা একই সুরে পিসিবি জানিয়েছে, সরকারের অনুমতি সাপেক্ষেই শুধু ভারতে বিশ্বকাপ খেলবে তারা। আহমেদাবাদে ফাইনালের মতো নকআউট পর্বের ম্যাচ ছাড়া খেলার আপত্তির কথাও নাকি তারা জানিয়েছে আইসিসির দলটিকে।

এএইচএস