আজ (৯ জুন) দিবাগত রাত ২টায় হংকংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ইমার্জিং নারী দল। যেখানে ইমার্জিং এশিয়া কাপে তারা মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। তবে বড় লক্ষ্য নয় অধিনায়ক লতা মন্ডলের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। ধারবাহিক ম্যাচ বাই ম্যাচ ইতিবাচক ফল পেতে চায় বাংলাদেশ।

এর আগে বিসিবি একাডেমি ভবনের সামনে ইমার্জিং নারী দলের ক্রিকেটারদের নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের লক্ষ্যের কথা জানান অধিনায়ক লতা। তিনি বলেন, ‘আমরা আসলে যাচ্ছি ভালো ক্রিকেট খেলার। বাকিটা কি হবে জানি না। এরকম (সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলা) নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমরা চ্যাম্পিয়ন হবো, এরকম কিছু না। শুধু একটাই লক্ষ্য আমরা ভালো ক্রিকেট খেলব। তারপর কি হবে দেখা যাবে।’

এ সময় ইমার্জিং দলের প্রধান কোচ হাসান তিলেকারত্নে বলেন, ‘দলের ক্রিকেটারদের নামগুলো দেখেন, আমাদের দল খুবই ভালো। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল। ভালো সুযোগ আছে আমাদের। কোচ হিসেবে দল নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দিতে হবে। আমি নিশ্চিত, আমরা অনেক ইতিবাচক ফল পাব।’

ইমার্জিং এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ নারীরা। যেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। আগামী ১২ জুন নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে নামবে লতার নেতৃত্বাধীন দল। ১৪ জুন শ্রীলঙ্কা এবং লাল-সবুজের দলটি ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে।

এসএইচ/এএইচএস