আগামী বুধবার (১৪ জুন) থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। আর সেই টেস্টকে সামনে রেখে নিয়মিত অনুশীলন করে চলেছে লিটন দাসের দল। তবে সবার আলোচনায় ওপেনার তামিম ইকবালের ইনজুরি। পিঠের ব্যথায় আসন্ন টেস্টে এই বাঁ-হাতি ব্যাটারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে অধিনায়ক লিটন জানালেন ফিট থাকলে খেলবেন তামিম।

আজ (সোমবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন লিটন। এ সময় ঢাকা টেস্টে তামিমের খেলা নিয়ে লিটন বলেন, 'তামিম ভাইয়ের ব্যাপার মেডিকেল টিম দেখবে অবশ্যই। তিনি যদি ফিট থাকেন ম্যাচ খেলবেন।'

গতকাল অবশ্য অনুশীলনের শুরুতে ওয়ার্ম-আপ করেন তামিম। পরবর্তীতে ইনডোরে এসে থ্রোয়ারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন। এরপর বিশ্রাম শেষে আবারও নেট বোলারদের বিপক্ষে ব্যাটিং করেন তিনি। তবে অনুশীলনের পুরোটা সময়জুড়ে তার শরীরী ভাষায় ছিল স্পষ্টত ইনজুরির ছাপ। বারবারই কোমড়ে হাত দিয়ে মাঠে বসে পড়তে দেখা গিয়েছিল তাকে।

তামিমের ইনজুরির সবশেষ অবস্থা জানতে গতকাল যোগাযোগ করা হয় বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে। ঢাকা পোস্টকে বিসিবির এই প্রধান চিকিৎসক জানিয়েছিলেন, ‘কোনো কিছু টেস্ট করতে হলে তো মাঠে নামতে হবে। মাঠে নেমে নিজেদের পুশ করুক, ব্যাটিং ও ফিল্ডিং করুক। তাহলে ফিজিও বা কোচরা যারা আছে তারা বুঝতে পারবে কি অবস্থা। যদি বিশ্রাম দেন তাহলে তো বুঝবেন না কি অবস্থা। যেসব ট্রেনিং আছে করে দেখুক। তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে।’

ইতোমধ্যে চোটের কারণে আসন্ন টেস্টে অনিশ্চিত এই ফরম্যাটে টাইগারদের নিয়মিত অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনার কথা জানিয়েছে বিসিবি।

এসএইচ/এফআই