সতীর্থরা যেখানে আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন, সেখানে ব্যাট হাতে লড়াই চালিয়েছে যাচ্ছিলেন আফিফ হোসেন। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ধ্বংসস্তূপে দাঁড়িয়েও প্রতিরোধ গড়েন তিনি। তবে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। ফিফটির খুব কাছে গিয়েও সে স্বাদ পাওয়া হলো না তার। ফিরলেন ৪৫ রান করে।

জয়ের আশা ক্ষীণ হয়ে গেছে। বাস্তবতা মানলে হারের ব্যবধান কমাতে লড়ছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের দেওয়া ২১১ রান টপকাতে গিয়ে মাত্র ৫৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা। এরপর দলের হাল ধরেন আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের পঞ্চাশ রানের পার্টনারশিপে লড়াই চালিয়ে যাচ্ছিল সফরকারীরা। তবে ব্যক্তিগত ফিফটির আগে ফিরলেন আফিফ।

৪৫ রান করে ফার্গুসনের দ্বিতীয় শিকারে পরিণত হন আফিফ। বোল্ড হওয়ার আগে ৫টি চার ও ১টি ছয়ের মারে নিজের ইনিংসিটি সাজান আফিফ।

টিআইএস