‘রাজনৈতিক দ্বন্দ্বে’ পিসিবি ছাড়ছেন নাজাম শেঠি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল (২১ জুন)। তবে ধারণা করা হচ্ছিল, নতুন করে তিনি আবারও পিসিবির দায়িত্ব নিতে যাচ্ছেন। তার সেই আশায় আপাতত গুড়েবালি, আর এই দায়িত্বে দেখা যাবে না তাকে।
গতকাল (১৯ জুন) দিবাগত রাতে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় শেঠি পিসিবিতে না থাকার কথা জানিয়েছেন। এমনকি দেশটির দুই রাজনৈতিক নেতার দ্বন্দ্বেও নিজেকে না জড়ানোর কথা জানিয়েছেন শেঠি। তার এমন বার্তার পর তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
বিজ্ঞাপন
— Cricket Pakistan (@cricketpakcompk) June 19, 2023
জানা গেছে, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলী জারদারি নিজের পছন্দের ব্যক্তিকে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ এই আসনে বসাতে চান। এই নিয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক শাহবাজ শরিফের দ্বন্দ্ব চলমান। পিসিবির বর্তমান চেয়ারম্যান শেঠি এই দ্বন্দ্বের কারণ হতে চান না। তাই নিজে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এর ভেতরই পাকিস্তানের প্রাদেশিক সরকার সমন্বয় বিষয়ক (আইপিসি) মন্ত্রী এহসান-উর-রেহমান মাজারি পিপলস পার্টির সমর্থনপুষ্ট জাকা আশরাফকে পিসিবি প্রধানের জন্য মনোনীত করেছেন।
বিজ্ঞাপন
টুইটারে শেঠি লিখেছেন, ‘সবাইকে সালাম, আমি আসিফ জারদারি এবং শাহবাজ শরিফের মধ্যে বিবাদের কারণ হতে চাই না। এ ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য ভালো নয়। এই পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যান পদপ্রার্থী হতে আগ্রহী নই।’
— Najam Sethi (@najamsethi) June 19, 2023
এর আগে ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী থাকাবস্থায় বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা। কিন্তু নতুন সরকার আসার পরই রমিজকে সরিয়ে পিসিবির নতুন চেয়ারম্যান করা হয় শেঠিকে। কিন্তু তিনিও আর নতুন করে দায়িত্ব নিতে আগ্রহী নন।
এসএইচ/এএইচএস