বিশ্বকাপের পরই পান্ডিয়াকে নেতৃত্বে চান শাস্ত্রী
সর্বশেষ আইপিএলেও রানার্স-আপ গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে নজর কেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। তখনই তাকে জাতীয় দলের নেতৃত্বে দেখার কথা জানিয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। অবশ্য তিনি এর আগে জাতীয় দলে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সেখানেও তিনি ছিলেন সফল। এবার পান্ডিয়াকে পুরোপুরি ভারতের নেতৃত্বে দেখতে চান দেশটির সাবেক কোচ রবি শাস্ত্রী।
ঘরের মাঠে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত। আইসিসির মেগা টুর্নামেন্টটিতেও তাদের হয়ে নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। যদিও অফ-ফর্মের কারণে রোহিতকে নিয়ে বেশ সমালোচনা চলছে। বিশ্বকাপের পরই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। তাই তো পান্ডিয়াকে শাস্ত্রী রোহিতের জায়গায় দেখতে চান।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ১৬ বছর, যা বলছেন কোহলি
সাদা বলের ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে নিজের অবস্থান একরকম নিশ্চিতই করে ফেলেছেন পান্ডিয়া। তবে সংশয় আছে লাল বলের ক্রিকেট নিয়ে। শাস্ত্রীর কাছে একটি অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়, টেস্টেও পান্ডিয়া ভবিষ্যতে অধিনায়ক হতে পারেন কিনা। শাস্ত্রী বললেন, চোটপ্রবণ এই অলরাউন্ডারকে টেস্ট থেকে দূরেই রাখা উচিত।
বিজ্ঞাপন
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 24, 2023
শাস্ত্রীর মতে, ‘তার শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এটা পরিষ্কার করে সবার বোঝা উচিত। আগামী বিশ্বকাপের পর তার শরীর যদি প্রস্তুত থাকে, সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে আসা উচিত তার।’
মূলত আইপিএলেই প্রথম নেতৃত্বের দক্ষতা দেখিয়েছেন পান্ডিয়া। আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরই নিজেদের এই দিকটি মেলে ধরে সবাইকে চমকে দেন তিনি। তার নেতৃত্বে প্রথম আসরেই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট। পারফরম্যান্সে যেমন তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, তেমনি তার অনুপ্রেরণাদায়ী ও কৌশলী নেতৃত্ব নজর কাড়ে অনেকের। সেই ধারাবাহিকতায় এবারও ফাইনাল খেলেছিল গুজরাট, যদিও টিম পারফরম্যান্সেই তারা এতদূর যেতে পেরেছে।
আরও পড়ুন >> দল থেকে বাদ পড়া নিয়ে অশ্বিনের অদ্ভুত দাবি
আইপিএলে নেতৃত্বের পথ ধরেই জাতীয় দলের অধিনায়কত্বও পান পান্ডিয়া। মূল অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে নানা সময়ে তার অধিনায়কত্বে ১১ টি-টোয়েন্টির মাত্র ২টিতে হেরেছে ভারত। ওয়ানডেতে ১টি ম্যাচে নেতৃত্ব দিয়েই তিনি জিতেছেন। বিপরীতে টেস্ট ক্রিকেটে তেমন সুযোগ মেলেনি এই অলরাউন্ডার। মূলত চোটই তাকে খেলতে দেয়নি। ১১ টেস্টের ক্যারিয়ারে ১ টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি আছে তার, উইকেট নিয়েছেন ১৭টি। কিন্তু চোটের কারণে দূরেই আছেন এই সংস্করণ থেকে। সবশেষ টেস্ট ম্যাচটি খেলেছেন ২০১৮ সালের সেপ্টেম্বরে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজের স্কোয়াডে নেই এই ২৯ বছর বয়সী ক্রিকেটার।
এএইচএস