ম্যাচ হেরে উইকেট নিয়ে যা বললেন হৃদয়
বুধবার (৫ জুলাই) দিনটা অবশ্য খারাপই ছিল বাংলাদেশ দলের জন্য। কেননা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এদিন আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে তামিম ইকবালের দল। ব্যাট হাতে এদিন দলের ব্যাটাররা হয়েছেন ব্যর্থ, কেবল ব্যতিক্রম মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। দলের অন্যান্য সবার ব্যর্থতার মাঝেও ৬৯ বলে ৩ চারে ৫১ রান করেন এই ব্যাটার।
তরুণ ক্রিকেটার হৃদয়ের মতে ব্যাট করার জন্য উইকেট খুব ভালো না হলেও খুব কঠিনও ছিল না। হৃদয় বলেন, আমার কাছে এমন মনে হয়নি। উইকেট এতটা কঠিন ছিল না। কিন্তু শুরুর দিকে বল নিচু হয়ে আসায় সমস্যা হচ্ছিল। বাউন্স দুই রকম ছিল। আমরা যদি আরও ভালো করতাম, তাহলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারত। সব মিলিয়ে আজ আমাদের ব্যাটিং ভালো হয়নি।
বিজ্ঞাপন
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী শনিবার (৮ জুলাই)। প্রথম ওয়ানডেতে হারলেও হৃদয়ের বিশ্বাস সিরিজের বাকি দুই ম্যাচ জিতে ঠিকই আত্মবিশ্বাস ফিরে পাবেন তারা। একইসঙ্গে প্রথম ওয়ানডেতে নিজেরা যে সেরাটা দিতে পারেননি সেটাও নিশ্চিত করে জানালেন হৃদয়।
মিডল অর্ডার এই ব্যাটার বলেন, অবশ্যই আমরা এখান থেকে খুব ভালোভাবে ফিরে আসব। আমি মনে করি যে ছোট ভুল করেছি, সেগুলো যত কমানো যায় তাহলে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতা সম্ভব। আজকে আমাদের সেরাটা দিতে পারিনি। এখান থেকে ২-৩ জন অবদান রাখলেই ফিরে আসব।
বিজ্ঞাপন
এসএইচ/এমজেইউ