ফাইল ছবি

প্রতিপক্ষ দল ভারত, আর বাংলাদেশ দলের আরেকটা পরাজয়। মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলকে ৮ রানে পরাজিত করেছে ভারত নারী দল। পুরোটা সময় চোখে চোখ রেখে লড়লেও শেষ পর্যন্ত ফিনিশিংয়ের অভাবে পরাজয় বরণ করে নিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।  

যে কারণে ম্যাচ শেষে দলের প্রতিনধি হয়ে সংবাদ সম্মেলনে আসা স্পিনার নাহিদা আক্তার দায় দিলেন ব্যাটারদের, 'আমার মনে হয় না স্কিলে ঘাটতি আছে। আমরা যথেষ্ট প্র্যাকটিস করছি। আমাদের কোচ ব্যাটারদের নিয়ে কাজ করছে। আমার মনে হয় ওই জায়গাটাই আমাদের অভিজ্ঞতাটা একটু কাজে লাগানো উচিত। যারা আমাদের সিনিয়র ব্যাটাররা আছে। যারা টপ ফাইভে ব্যাটিং করছে। ওই জায়গাটাই আমাদের ঘাটতি আছে।'  

নিজেদের উন্নতির জায়গাও দেখিয়ে দিলেন নাহিদা, 'আমাদের ঘাটতিটা বললাম, টপ ফাইভ। ১১-১৫ আমরা একটু স্লো খেলে ফেলছি। আমরা যদি এই জায়গাটা একটু উন্নতি করতে পারি ব্যাটাররা, ওই জায়গাটাই সিঙ্গেল নিয়ে খেলতে পারি আমার মনে হয় নেক্সট ব্যাটারদের রান করা সহজ হয়ে যাবে। না হলে পরের ব্যাটারদের উপর চাপ বেড়ে যায়।' 

ভারতের থেকে নিজেদের খেলোয়াড়দের ফিটনেসের ঘাটতির কথাও স্বীকার করলেন নাহিদা, 'সত্যি বলতে, আমারা ফিটনেসে একটু দুর্বল ইন্ডিয়ার থেকে। আমরা চেষ্টা করছি, আমাদের ফিটনেসে উন্নতি করার জন্য। বিদেশ থেকে আমাদের ট্রেনার নিয়ে আসা হয়েছে, আমরা আমাদের সিরিজ শেষে পরবর্তী যে ক্যাম্পটা হবে, সেখানে ফিটনেসে বেশি ফোকাস দিবো।'   

এসএইচ/এইচজেএস