ঢাকার বাইরে রঙিন পোশাকে দুটি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের পর এবার দল দুটি সিলেটে পাড়ি দিয়েছে। সেখানে আগামীকাল (১৪ জুলাই) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটিতেও উইকেট প্রস্তুতের দায়িত্বে রয়েছেন পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। তাই তাকেও ঢাকা থেকে উড়িয়ে নেওয়া হয়েছে সিলেটে।

আজ (বৃহস্পতিবার) সকালে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে পিচ নিয়ে তাকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। প্রায় সপ্তাহ খানেক আগেই সিলেটে গিয়ে পিচের কাজ শুরু করেন গামিনি। এর মধ্যে চলমান বাংলাদেশ-ভারত নারী দলের সিরিজের জন্য তাকে ঢাকাতেও ফিরতে হয়েছিল।

আরও পড়ুন >> সৌম্য-বিজয়কে নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প

গত বছরের ডিসেম্বরে সিলেটের ভারতীয় পিচ কিউরেটর সঞ্জীব আগারওয়াল চাকরি ছাড়েন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কবির হোসেনকে পিচ কিউরেটরের দায়িত্ব দেয়। গামিনির অধীনেই কবির সিলেটের উইকেট নিয়ে কাজ করে আসছেন।

আগামীকাল সিলেটে শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়, এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ১৬ জুলাই।

এসএইচ/এএইচএস