কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়েল টাইগার্স। তবে সেখানে পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে না বাংলাদেশের টি-২০ অধিনায়কের। শ্রীলঙ্কায় চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে কানাডার টুর্নামেন্টকে বিদায় বলেছেন। 

এলপিএল ফ্র্যাঞ্চাইজি গল টাইটান্সে যোগ দিয়েই এরই মধ্যে মাঠেও নেমে পড়েছেন সাকিব। গলের একাদশে আছেন টাইগার এই অলরাউন্ডার। তবে প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি আরেক টাইগার ব্যাটার মোহাম্মদ মিঠুন। 

লঙ্কান প্রিমিয়ার লিগে আসার আগে কানাডায় দারুণ সময় পার করেছেন সাকিব। সেখানে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে নেমেছিলেন মাঠে। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই পেয়েছেন জয়ের দেখা। 

চার ম্যাচে ব্যাট হাতে ২৫.৫০ গড়ে ১০২ রান করেন সাকিব। ১৫৪.৫৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। তাছাড়া বল হাতে ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। একটা ম্যাচ বাদে বাকি তিন ম্যাচেই ছিলেন স্বরূপে। দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

লঙ্কান প্রিমিয়ার লিগে গল টাইটান্সে মিঠুন ছাড়াও সাকিব সতীর্থ হিসেবে পাবেন ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, তাবরিজ শামসি, লাহিরু কুমারাদের মত তারকাকে। 

এলপিএলে আজকের খেলার সূচি

লঙ্কান প্রিমিয়ার লিগ

গল-ডাম্বুলা

বিকেল ৩টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ৩

কলম্বো-ক্যান্ডি

রাত ৮টা, স্টার স্পোর্টস ৩

এফআই