ফাইল ছবি

সাকিব আল হাসান ও লিটন দাসের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল আফিফ হোসেন ধ্রুবর। সারে জাগুয়ার্সের হয়ে খেলার জন্য তাকে অনাপত্তিপত্রও (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু তারপরও এই লিগে খেলা হচ্ছে না আফিফের।

মূলত ভিসা জটিলতায় পড়েছেন আফিফ। গতকাল ৩০ জুলাই কানাডার উদ্দ্যেশে দেশ ছাড়ার কথা ছিল আফিফের। তার আগেই অবশ্য ভিসার জন্য আবেদন করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে এখনও তা হাতে পাননি আফিফ।

অন্যদিকে গ্লোবাল টি-টোয়েন্টি লিগও শেষের দিকে। এখন যদি কানাডায় যান আফিফ তাহলে সারের হয়ে গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ খেলতে পারবেন। কিন্তু মাত্র একও ম্যাচের জন্য যেতে রাজি নন তিনি। তাই এই লিগের এবারের আসরে তার আর খেলা হচ্ছে না। 

আগামী ৬ অগাস্ট শেষ হবে গ্লোবাল টি-টোয়েন্টির এবারের আসর। আফিফ ছুটি পেয়েছিলেন ৮ তারিখ পর্যন্ত। এরপর দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা থাকলেও যেহেতু আফিফ শেষপর্যন্ত যাননি, তাই আজ (মঙ্গলবার) বিসিবিতে এসেছেন মেডিক্যাল টেস্ট দিতে।

এইচজেএস