এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন বাংলাদেশি পেসার এবাদত হোসেন চৌধুরী। টাইগারদের এশিয়া কাপ অভিযান শুরুর আগেরদিনই (বুধবার) আসে সবচেয়ে বড় দুঃসংবাদটি। নতুন করে এবাদত বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন। এদিন নিজের ফেসবুক পেইজ থেকে এবাদত নিজেই জানিয়েছেন অস্ত্রোপচারের কথা। জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে যাওয়ার কথা উল্লেখ করে এবাদত সকলের দোয়া চান। তাকে শুভকামনা জানিয়েছেন জাতীয় দল সতীর্থ ও গতিতারকা তাসকিন আহমেদ। 

আজ রাতে এবাদত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, এই পেসারের সুস্থতা কামনা করে একটি ভিডিও বার্তা দিয়েছেন বন্ধু তাসকিন। যেখানে তাসকিন আসন্ন টুর্নামেন্টগুলোতে এবাদতকে মিস করার কথাও জানিয়েছেন।

তাসকিন বলছিলেন, ‌‘ইনশাআল্লাহ দোস্ত, সব ঠিক হয়ে যাবে। অবশ্যই তোকে অনেক মিস করব। কারণ তুই আমাদের ওয়ান অব দ্য বেস্ট ফাস্ট বোলার। আর একজন টিমমেট হিসেবে তুই অনেক দারুণ একটা ছেলে। সুতরাং তোর দ্রুততা সুস্থতা কামনা করছি। এবং তুই দ্রুত সুস্থ হয়ে আসবি, ইউ আর দ্য ফাইটার ম্যান। আল্লাহ ভরসা মামা, কথা হবে।’

আরও পড়ুন >> এবাদতের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার

তাসকিনের পাঠানো বার্তার জবাবে এবাদতও শুভকামনা জানিয়েছেন। এশিয়া কাপের এবারের শিরোপা যেন বাংলাদেশের দখলেই থাকে সতীর্থদের প্রতি সেই কামনাও জানিয়ে রাখলেন তিনি।

আজ দিনের শুরুতে ইংল্যান্ডে অপারেশন করিয়েছেন এবাদত। হাঁটুর চোটের কারণে করা এই অপারেশনের জন্য এবাদতকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।সাধারণত এমন ইনজুরির কারণে ৬ থেকে ৮ মাস মাঠের বাইরে থাকতে হয় খেলোয়াড়দের। এর আগে এবাদতের অপারেশন নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমকে বলেছিলেন, ‘আজ এবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হয়ে লম্বা সময় লাগতে পারে।’ 

এর আগে সবার কাছে দোয়া চেয়ে এবাদত বলেন, ‘জীবনে প্রথমবারের মতো অপারেশন থিয়েটারে আসছি। প্লিজ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।’

এসএইচ/এএইচএস