বাংলাদেশ-শ্রীলঙ্কার এশিয়া কাপ ম্যাচের আগে ট্রেডমার্ক উদযাপন ‘নাগিন ডান্সের’ কথা অনেকবারই আলোচনায় এসেছিল। ম্যাচটিতে টাইগারদের ওপর বেশ আধিপত্য দেখিয়েছে লঙ্কানরা। যদিও ম্যাচে কোনো ক্রিকেটারই সেই রূপে ধরা দেননি।  লঙ্কানদের মাটিতে ৫ উইকেটের হার দিয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের এই মিশন শুরু করেছে সাকিব আল হাসানের দল। ফলে আফগানিস্তানের বিপক্ষে তাদের শেষ ম্যাচ হবে ‘ডু অর ডাই’। তার আগে বাংলাদেশকে যেন একটা বার্তা-ই দিয়ে রাখলেন তারকা স্পিনার রশিদ খান!

‘নাগিন ডান্স’ উদযাপন নিয়ে তুমুল আলোচনা চললেও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে উভয়পক্ষের কোনো ক্রিকেটারকেই এমন প্রদর্শনীতে দেখা যায়নি। তবে ঠিকই পাল্লেকেলে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের ওই ভঙ্গিতে নাচতে দেখা গেছে। স্বাভাবিকভাবেই ম্যাচ জয় বাড়িয়ে দিয়েছে তাদের এমন উন্মাদনা।

এদিকে, আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে নামার আগে পাকিস্তানে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। সেখানে আগে থেকেই অবস্থান করছেন রশিদ-মুজিব ও মোহাম্মদ নবীরা। এরই ফাঁকে আজ (শুক্রবার) আফগান ক্রিকেটাররা নিজেদের এশিয়া কাপের জার্সি উন্মোচন ও ফটোসেশনে অংশ নেন। যেখানে ডান হাতকে বাঁকা করে ‘নাগিন’ রূপে হাজির হয়েছেন রশিদ। তারকা এই লেগ-স্পিনার যেন বাংলাদেশকে ওই নাচে কাবু করার কথাই স্মরণ করিয়ে দিলেন!

আরও পড়ুন >> সাকিবদের সঙ্গে কঠিন লড়াই দেখছেন আফগান কোচ

সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট দলের সেসব ছবি শেয়ার করার পর রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। কমেন্টবক্সেও ক্রিকেটপ্রেমীরা লিখছেন, এটা তো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার লড়াইয়ের ট্রেডমার্ক। তাহলে কি রশিদও লেগ স্পিনে সাকিবদের ছোবল দেওয়ার অগ্রিম ‘হুমকি’ দিয়ে রাখলেন? কিংবা লঙ্কানদের কাছে হারের ক্ষত মনে করিয়ে খোঁচা দিয়ে বসলেন রশিদ!

এর আগে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে বিখ্যাত হয়ে গিয়েছিল মুশফিকুর রহিমের ‘নাগিন’ নাচ। সেই ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকারকেও দেখা গিয়েছিল ‘নাগিন’ ভঙ্গিতে নাচতে। এরপর থেকে দুই দলের খেলা মানেই ‘নাগিন’ নাচের উপস্থিতি। আফগানদের বিপক্ষে টাইগারদের ম্যাচেও সেই উদযাপন ফিরে আসবে কিনা তা দেখতে আরও দুদিন অপেক্ষা করতে হবে!

আরও পড়ুন >> সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন রমিজ রাজা

আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে আফগানিস্তান। এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। হারলে দেশে ফেরার বিমানে উঠতে হবে সাকিবদের। তবে রশিদ খানদের হারাতে পারলেও সুপার ফোরে উঠতে বাংলাদেশকে কঠিন সমীকরণের মুখে পড়তে হতে পারে

এএইচএস