পরিসংখ্যান না জানার কথা স্বীকার করলেন আফগান কোচ
ভুল না করলে হয়তো এশিয়া কাপের সুপার ফোরের চার দলের একটি দল হতো আফগানিস্তান। কিন্তু কপালের লেখন না যায় খন্ডন! কথাটার যথার্থ মর্মার্থ আবারো টের পেল রশিদ খানের দল। ম্যাচে পরিসংখ্যান হিসেবের গড়মিলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আফগানিস্তানকে। অথচ, একটু অনুসন্ধান করলে হয়ত শেষ উইকেটেও জয় পেয়ে সুপার ফোরে যেতে পারত আফগানরা।
ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী, প্রথম সমীকরণ ছিল সহজ। শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের টার্গেট আফগানিস্তানকে পেরুতে হবে ৩৭.১ ওভারে। তবে এর মধ্যে জিততে না পারলেও সুযোগ ছিল তাদের। সে ক্ষেত্রে ৩৭.৪ ওভারের মধ্যে করতে হতো ২৯৫ রান। এমনকি স্কোর টাই করার পর, মানে ২৯১ রান করার পরও ছক্কা মেরে জিতলেও আফগানিস্তানের সুযোগ ছিল ৩৮.১ ওভার পর্যন্ত।
বিজ্ঞাপন
আরও পড়ুন>> এমন ভুল কিভাবে করল আফগানিস্তান!
৩৭তম ওভারের শেষ বলে রশিদ চার মারার পর আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। মুজিব শেষ বলে আউট হতেই ভেঙে পড়ে আফগানিস্তান। স্পষ্টতই মনে হচ্ছিল, রানরেটের হিসেব জানা নেই তাদের। ফারুকির ব্যাটিংয়ের ধরনেও ফুটে উঠেছে সেটি। ফুলটস বল ঠেকিয়েই সন্তুষ্ট ছিলেন তিনি।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে নেট রানরেটের হিসাব না জানার কথা স্বীকার করেছেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট। বলেছেন, তারা শুধু ৩৭.১ ওভারে ২৯২ রান করার কথাই জানতেন, 'আমাদের হিসাবগুলো সম্পর্কে জানানো হয়নি। আমরা যা জেনেছি, তা হলো আমাদের ৩৭.১ বলের মধ্যে জিততে হবে। আমাদের বলা হয়নি কত ওভারের মধ্যে আমরা ২৯৫ বা ২৯৭ রান করলেও হবে। ৩৮.১ ওভারের মধ্যে জয়ের বিষয়টি আমাদের কখনোই বলা হয়নি।'
তবে শুধু এই অজ্ঞতাকেই বিদায়ের পেছনে মূল কারণ ভাবতে নারাজ জোনাথন ট্রট, ‘আমার মনে হয় না আমাদের হারের পেছনে একটি কারণ রয়েছে। ম্যাচে এমন কিছু জায়গা ছিল, যেখানে আমরা আরও ভালো করতে পারতাম। সেটা আজকের ম্যাচেও ছিল, তেমনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও ছিল। কিছু জায়গায় আমরা বাজে কিছু ভুল করেছি, যার মূল্য আমাদের দিতে হয়েছে।’
এসএইচ/জেএ