বিমানবন্দর ছাড়ার আগে তাসকিন আহমেদ বলেছিলেন, এশিয়া কাপ জেতা সম্ভব। দেশে সবশেষ প্রেস ব্রিফিংয়ে সাকিব আল হাসানের বক্তব্য ছিল, সুপার ফোর নিশ্চিত করতে চান তিনি। বাংলাদেশ অবশ্য সুপার ফোরে গিয়েছে। সেটাও সমীকরণের মারপ্যাঁচ মিলিয়ে। সুপার ফোরে ভাল কিছু করা হয়নি। চার ম্যাচের মধ্যে জয় এসেছে কেবল আফগানিস্তানের বিপক্ষে।  

টানা এই ব্যর্থতার জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে দলীয় অধিনায়ক এবং কোচকে। তবে সাবেক ক্রিকেটার এবং বর্তমানে বোর্ডের দায়িত্বে থাকা আকরাম খান আঙুল তুলেছেন সিনিয়রদের দিকে। শ্রীলঙ্কায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম জানান, ‘এশিয়া কাপে আসলে শক্তির দিক থেকে কিন্তু আমরা তৃতীয় স্থানে ছিলাম (নাম্বার থ্রি)। ভারত, পাকিস্তানের পরেই আমাদের দলটা ছিল। আমরা সেভাবে পারফর্ম করতে পারিনি। সিনিয়ররা আরও পারফর্ম করলে ভালো হত।’

আরও পড়ুন>> নাঈম শেখ একজন ভালো ক্রিকেটার

তবে এসব ছেড়ে এখন সামনের দিকেই তাকাতে চান সাবেক এই অধিনায়ক। ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজে ভালো করার প্রত্যয় ফুটে উঠলো তার কণ্ঠে, ‘বিশ্বকাপের আগে এশিয়া কাপ ভালো টুর্নামেন্ট। এখানে নিজেদের শক্তি, দুর্বলতার জায়গাগুলো দেখা যায়। ভালো খেলাটা জরুরি। এখানে আফগানিস্তানের সাথে ভালো খেলেছি বাকি ম্যাচগুলোতে নিজেদের মত হয়নি। নিউজিল্যান্ড সিরিজে আমরা নিজেদের মাঠে খেলব। সম্পূর্ণ সুবিধা নিয়ে ভালো করতে পারলে ইনশাল্লাহ বিশ্বকাপে আমরা ভালো খেলব।’

বিশ্বকাপে প্রতিযোগিতার মঞ্চ আরও বড়। তবে সেখানে ভাল করার স্বপ্ন দেখেন আকরাম, ‘বাংলাদেশ ওয়ানডেতে আসলে বিশ্বের সব দলকে হারিয়েছে। জরুরি হচ্ছে ভালো খেলা। ধাপে ধাপে আগাতে পারলে ফাইনালও খেলতে পারেন। সেই জিনিসটায় আমাদের মনোযোগ দিতে হবে।’

এসএইচ/জেএ