নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতে হেরে যায় বাংলাদেশ। ওই সফরের স্মৃতি টাটকা থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে দেশটিতে যাচ্ছেন তামিম ইকবালরা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও টি-টোয়েন্টিতে খেলেননি তামিম। তবে এখনই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি দেখছেন না নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, তামিমের এখনকার মনোযোগটা ওয়ানডে ও টেস্টেই বেশি। 

তিনি বলেন, ‘তামিম এই মুহূর্তে টেস্ট ও ওয়ানডে নিয়ে ভাবছে। টি-টোয়েন্টি থেকে একদম পুরোপুরি বিদায় নেয়নি। সবাইকে বুঝতে হবে যে মহামারীর সময়টা সবার জন্য কঠিন। খেলয়াড়দের জায়গায় নিজেকে দাঁড় করালে বুঝতে পারবেন কতটা কঠিন জীবন।’

জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ক্রিকেটাররা বেশ কষ্ট করছেন বলে মনে করেন বাশার। আর এজন্যই ওয়ানডে থেকে তামিমের এমন সাময়িক বিরতি বলে বিশ্বাস তার।  

তিনি বলেন, ‘আপনি দেশের মাটিতে আছেন একমাস পরিবারের সাথে দেখা করতে পারছেন না। ওরা কিন্তু এসবের মধ্যে দিয়ে যাচ্ছে প্রায় এক বছর। পরিবারের সাথে চারদিন থেকে আবার চলে যায়। নিউজিল্যান্ড থেকে এসে এক সপ্তাহ পর আবার শ্রীলঙ্কায়। আর যারা অনেকদিন খেলে পেলে তাদের জন্য কিন্তু পরিবারকে সময় দেওয়া প্রয়োজন হয়। শুধু আমাদের দেশে নয় সবাই এরকম করছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম খেলবেন বলেও বিশ্বাস বাশারের, ‘আমি নিশ্চিত যে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তখন সে এভেইলবেল থাকবে। ও ৬ মাসের মধ্যে ছেড়ে দিবে হিন্টস দিয়েছে কিন্তু ফাইনাল কিছু বলেনি। আপনি কখনোই জানেন না সব ঠিক থাকলে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারে।’

এমএইচ