বরিশালের ভাষায় সমর্থন চাইলেন মিরাজ
ড্রাফটের আগেই নিশ্চিত ছিল ফরচুন বরিশালের জার্সিতে আরও এক মৌসুম পার করতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। সরাসরি সাইনিং হিসেবে এসেছেন তামিম ইকবাল। ড্রাফট থেকে এসেছেন মুশফিকুর রহিম। দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ ক্রিকেটারও। সবমিলিয়ে ভারসাম্যপূর্ণ দলই বলা চলে বরিশালকে।
এমন দল পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অভিজ্ঞ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বিপিএলের আগামী মৌসুমে ভাল করতে পারবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি। বরিশালের আঞ্চলিক ভাষাতেই জানালেন অভিব্যক্তি, চাইলেন দোয়াও।
বিজ্ঞাপন
দল নিয়ে প্রত্যাশার প্রশ্নে মিরাজ বলেন, ‘যেটা মুই কইতেসিলাম যে, আসলেই মোরা ভাল কইরা খেলার চেষ্টা করমু আর ইন শা আল্লাহ চেষ্টা করমু বরিশাইল্ল্যা মানুষরা মোগো যেরকম সাপোর্ট করে হেরা যেন ভাল পায় সেরকম খেলার।’
আরও পড়ুন>> বিপিএলে দল পাননি যারা
বিজ্ঞাপন
এদিকে ড্রাফট শেষে তামিমের কণ্ঠেও শোনা গেল সন্তুষ্টির সুর, 'আমার কাছে মনে হয় আমরা যে ধরনের দল চাচ্ছিলাম ৯৫% আমরা সেই ধরনের দল করতে পেরেছি। যে প্লেয়ারগুলোকে আমরা টার্গেট করেছিলাম, ওদের আমরা দলে নিয়েছি। বরিশাল একটা সফল ফ্র্যাঞ্চাইজি। ২-৩ বছর ধরেই ওরা প্লে-অফে খেলেছে, ফাইনালও খেলেছে। যে দল আমরা করেছি, আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে নাথিং লাইক ইট।'
বরিশালের অধিনায়কত্ব নিয়ে তামিম বলেন, 'আমার কাছে মনে হয় আমাদের দলে অনেকগুলো অধিনায়ক আছে। বিপিএলে যারা সাফল্য পেয়েছে। মিরাজ নিজেও একজন ভালো অধিনায়ক। কে হবে এটা আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আমার কাছে আসলে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা আমরা মাঠে পাবো, রিয়াদ ভাই, মুশফিক, আমি, মিরাজ- আমাদের মনে হয় না নেতৃত্ব খুব বেশি গুরুত্বপূর্ণ।'
জেএ