বিরাট কোহলি/ফাইল ছবি

ভারতে চলমান করোনাভাইরাস পরিস্থিতি ক্রমে খারাপের দিকেই যাচ্ছে। যার ছাপ পড়েছে আইপিএলেও। আসন্ন আসরকে সামনে রেখে সব দল যখন অনুশীলনে ব্যস্ত, তখনই আসছে একের পর এক করোনায় আক্রান্ত হওয়ার খবর। এবার করোনা আঘাত হেনেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে যেতে হয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসকে।

গত ৩ এপ্রিল নেগেটিভ রিপোর্ট নিয়েই বেঙ্গালুরু দলে যোগ দিয়েছিলেন অজি এই অলরাউন্ডার। কিন্তু নিয়মিত পরীক্ষার সর্বশেষটিতে করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে স্যামসের। দলীয় হোটেলে এটি ছিল দ্বিতীয় করোনা পরীক্ষা।

তবে কোহলি-সতীর্থ এখনো কোনো শারীরিক অসুস্থতা অনুভব করছেন না বলে জানিয়েছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। উপসর্গহীন থাকায় আপাতত দলের বিশেষায়িত মেডিক্যাল ফ্যাসিলিটিতে আইসোলেশনে আছেন তিনি। মানছেন দলের ডাক্তারদের নির্দেশনা।

সম্প্রতি এক বিবৃতিতে বেঙ্গালুরু জানিয়েছে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মেডিক্যাল দল ড্যানিয়েল স্যামসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে, তার স্বাস্থ্য নিবিড় পর্যবেক্ষণে আছে, আর বিসিসিআই প্রটোকল মেনে চলছে।’

বেঙ্গালুরু দলের কারো করোনায় আক্রান্ত হওয়ার খবর অবশ্য এটাই প্রথম নয়। ২০২০ আইপিএলে দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক দেবদূত পাড়িক্কল দিনদুয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তিনি তখনো দলে যোগ দেননি। ফলে তিনি এখন বেঙ্গালুরুতে নিজের বাসায় আইসোলেশনে আছেন।

এনইউ/এটি