দৃষ্টি এখন মিরপুর শেরে-ই বাংলায়
ক্রিকেটপাগল দেশের নজর এখন নিবদ্ধ মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দিকে। তবে মাঠের খেলা নয়, নজর রাখতে হচ্ছে স্টেডিয়াম সংলগ্ন ক্রিকেট বোর্ডের কার্যালয়ের দিকে। বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে দেশের ক্রিকেটে বহু গুঞ্জনই কানে আসছে। এরমাঝে ঠিক কোন বক্তব্য সত্য হয়ে ধরা দেয় তা নিয়েই চলছে আলোচনা।
সব রকমের আলোচনা মূলত শুরু হয় গতকাল মধ্যরাত থেকে। ছুটি কাটিয়ে দেশে এসেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় যান জাতীয় দলের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসানও। আর আলোচনার বিষয়বস্তু ছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপে তামিম ইকবাল সকল ম্যাচ খেলতে পারবেন না। এমন অবস্থায় পূর্ণ ফিট না থাকা তামিমকে দলে নিতে রাজি নন সাকিব এবং হাথুরু।
বিজ্ঞাপন
আরও পড়ুন>> বিশ্বকাপে খেলতে শর্ত দিলেন তামিম, বিরক্ত সাকিব!
বিষয়টি নিষ্পত্তি করতে শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দ্বারস্থ হয়েছে বিসিবি। দুপুরে ম্যাচ চলাকালেই একদফা বিসিবিতে বৈঠক করেছেন সাবেক অধিনায়ক। ড্রেসিংরুমে নিয়ন্ত্রণ বরাবরই ভাল ছিল মাশরাফির। সংকটের সময়ে এবারেও তাই তার উপরেই আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড।
বিজ্ঞাপন
তবে বেলা সাড়ে ৩টায় মাশরাফি যখন বিসিবি ত্যাগ করছিলেন তখন তার কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন যেখানেই সমস্যা সেখানেই কি আপনি? জবাবে ছোট করে মাশরাফি উত্তর দেন, ‘কে বলেছে আপনাকে’।
আরও পড়ুন>> সমস্যার প্রশ্নে মাশরাফি বললেন ‘কে বলেছে আপনাকে’
মাশরাফি বিসিবি ত্যাগ করলেও এখনও সেখানে রয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় ওয়ানডে শেষে ঘোষণা করা হবে টাইগারদের বিশ্বকাপ দল। তার আগে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে শেষ সময়ের আলোচনা সেরে নিচ্ছেন পাপন।
এর আগে অবশ্য বলা হয়েছিল ম্যাচের মধ্যবিরতিতেই দল ঘোষণা করা হবে। কিন্তু শেষ সময়ে সেই সিদ্ধান্তও সরিয়ে নেওয়া হয়েছে। মাশরাফি বিসিবি থেকে বেরিয়ে যাবার পরেই খবর আসে, তামিম ইকবালের বিশ্বকাপে যাওয়া হচ্ছেনা। তাকে ছাড়াই ভারতের ফ্লাইটে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল।
আরও পড়ুন>> তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!
সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে নাফিস ইকবালের কারণে। অভিমানী নাফিস বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার পদে ছিলেন। স্বভাবতই তৃতীয় ওয়ানডেতে ড্রেসিংরুমেই ছিলেন তিনি। তবে একপর্যায়ে মাঠ থেকে বেরিয়ে নিজ বাসায় চলে যান জাতীয় দলের সাবেক এই তারকা। তামিম সহোদরের এমন আচরণ স্বাভাবিকভাবেই পরিস্থিতি জটিল করে তুলেছে।
তবে বিসিবি জানিয়েছে, আপাতত স্কোয়াড ঘোষণা করা হচ্ছেনা। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ শেষেই ঘোষণা করা হবে বিশ্বকাপ স্কোয়াড। সবমিলিয়ে দৃষ্টি এখন পর্যন্ত মিরপুরের দিকেই রাখতে হচ্ছে।
জেএ