নানা জল্পনা আর নাটকীয়তার পর ভারত বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবও রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তানজিম সাকিব। ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান তিনি। গণমাধ্যমকে বলেন, 'ভালো লাগছে। (বিশ্বকাপে) সেরাটা খেলার চেষ্টা করব যদি ম্যাচ পাই, ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই।'

স্কোয়াডে জায়গা পাওয়ার পর পরিবারের অনুভূতি কেমন জানতে চাইলে তরুণ এই পেসার বলেন, 'হ্যাঁ, সবার সাথে কথা হয়েছে, জানিয়েছি। আম্মু খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আব্বু তো অনেক বেশি খুশি।'

আরও পড়ুন: টাইগারদের হাতেই বিশ্বকাপ চান তানজিম সাকিবের বাবা

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তানজিম বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো আর এখন বড়দের সঙ্গে যাচ্ছি। ভালো খেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওটা আমাকে অনেক মোটিভেশন দেয় কারণ একটা বিশ্বকাপ জিতছি, তো আমার কোনো ধরনের ভয় কাজ করে না। মানসিকভাবে অনেক শক্তিশালী আছি। এটা আমাকে অনেক মোটিভেশন দেয়।’

এদিকে, বিশ্বকাপ দল ঘোষণার রাতে পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তানজিম সাকিবের বাবা গৌছ আলী।

ঢাকা পোস্টের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘এইটা আল্লাহর হুকুম। আমার ছেলে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। এটি ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই আনন্দের বিষয়। সবার কাছে আমি দোয়া চাই যেন সে যেভাবে বিশ্ব যুবকাপ জয় করে সারা বাংলাদেশের মানুষকে আনন্দে ভাসিয়েছিল, ঠিক তেমনি এবারের বিশ্বকাপ জিতেও একইভাবে সারাদেশের মানুষকে আনন্দ দিতে পারে। এইবার যেন বিশ্বকাপটা তার হাত ধরেই বাংলাদেশে আসে, সেজন্য আবারও সকলের দোয়া চাই। বাংলাদেশ বিশ্বকাপ জিতুক।’

তানজিম সাকিব বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের হয়ে ২০১৬ সালে ভারত এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন। পরে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশের শিরোপা জয়ে অনন্য অবদান রেখেছিলেন সাকিব।

আরও পড়ুন : তানজিমের হাতে বল, গ্যালারিতে স্লোগানের ঝড়!

সর্বশেষ এশিয়া কাপে অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে ম্যাচে দারুণ বোলিং করে রোহিত শর্মা ও তিলক ভার্মাকে আউট করে ফের আলোচনায় আসেন তরুণ এই ক্রিকেটার। যদিও সম্প্রতি পুরোনো কিছু ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :

সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

এসএইচ/এফআই