এবার সুর পাল্টালেন পিসিবি চেয়ারম্যান
বিশ্বকাপ শুরুর আগে ভালো অবস্থানে নেই পাকিস্তান। প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে বাবর-রিজওয়ানদের। আবার মাঠের বাইরেও সমালোচনার মুখে পাকিস্তানের ক্রিকেট। ভারতকে নিয়ে বেফাঁস মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। অবশেষে, তোপের মুখে সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি।
ভারতকে ‘দুশমন দেশ’ বলে মন্তব্য করার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়রা কঠোর সমালোচনা করেন জাকা আশরাফের। সেই সমালোচনার হাত থেকে রক্ষা পেতে নতুন করে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিজ্ঞাপন
পিসিবির সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘জাকা আশরাফ বলেছেন, ভারতে পাকিস্তান দলকে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তা প্রমাণ করে যে দুই দেশের মানুষ একে অপরের ক্রিকেটারদের কতটা ভালোবাসে। বিমানবন্দরে পাকিস্তানকে যেভাবে বরণ করা হয়েছে সেটি ভালোবাসারই বহিঃপ্রকাশ। এমন অভ্যর্থনার জন্য জাকা আশরাফ ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যখনই ভারত-পাকিস্তান ক্রিকেট মাঠে পা রাখে, তখন তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়, শত্রু হিসেবে নয়। জাকা আশরাফ আশা করেন, পাকিস্তানি ক্রিকেটাররা সবসময় উষ্ণ আতিথেয়তা পাবে। ভারতের ক্রিকেটপ্রেমীরাও পাকিস্তানের কাছ থেকে তাদের সেরা ক্রিকেটটা দেখতে পাবে।’
বিজ্ঞাপন
এর আগে, ভারতকে 'দুশমন দেশ' উল্লেখ করে জাকা আশরাফ বলেছিলেন, ‘আমার উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটাররা যখন দুশমন দেশে বা অন্য কোথাও খেলতে যাবে, তখন যেন তাদের মন বড় থাকে।’
এইচজেএস