ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট
আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যে জয়ের মূল কারিগর ছিলেন ব্যাটাররাই। বাংলাদেশের তিন ব্যাটার সেদিন পেয়েছিলেন অর্ধশতকের দেখা। তবে এরপরেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে চিন্তা দূর হচ্ছে না। সাম্প্রতিক সময়ে এসে দুইশ রান পার করতেও যেন হিমশিম খেতে হচ্ছে টাইগারদের।
এমন অবস্থায় ইংলিশদের বিপক্ষেও ব্যাটিং নিয়েই বাড়তি ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। বোলিং ইউনিটের তুলনায় ব্যাটিংকেই বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ, এমনটাই জানালেন বিসিবির সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বিজ্ঞাপন
এক গণমাধ্যমকে বলেন ইংল্যান্ড ম্যাচের আগের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, 'এই মুহূর্তে বোলিং নিয়ে ভাবছি না। আমরা চাই আমাদের টপ অর্ডার ভালো করুক। আমি পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাই। লিটন, তানজিদ, শান্ত যেন ধারাবাহিকতা দেখাতে পারে। শান্ত ইনজুরি থেকে ফিরে এসেছে। তার জন্য সেরা ছন্দ ধরে রেখে মূল পর্বে যাওয়া জরুরি।'
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাশারের ভাবনায় কেবল দলের টপ অর্ডারদের রান পাওয়া নিয়ে, 'ইংল্যান্ডের মতো কোয়ালিটি দলের বিপক্ষে খেলোয়াড়রা নিজেদের বাজিয়ে দেখতে পারবে, এটা গুরুত্বপূর্ণ। ফলাফলের বাইরেও আমরা সবগুলো বক্সে টিক চিহ্ন দিতে চাই। বিশেষ করে টপ অর্ডারে। যদি প্রথম তিনজন ছন্দে থাকে, তাহলে মূল পর্বেও আমরা সেই ছন্দ টেনে নিতে পারব।'
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দুপুর আড়াইটায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী ৭ সেপ্টেম্বর ধর্মশালায় আফগানিস্তানের মোকাবেলা করবে টাইগাররা।
এসএইচ/জেএ