কনওয়ে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, রেকর্ড জুটির পর রাচিন
ত্রয়োদশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গেল আসরের দুই ফাইনালিস্ট। ‘চ্যাম্পিয়ন’ ইংল্যান্ডকে নিয়ে একপ্রকার ছেলে-খেলাই করল ‘রানার্স-আপ’ নিউজিল্যান্ড। ইংলিশদের দেওয়া ২৮২ রানের টার্গেট কিউই দুই ব্যাটার ডেভন কনওয়ে আর রাচিন রবীন্দ্র এদিন মামুলি বানিয়ে ছেড়েছেন। দুজনের জোড়া সেঞ্চুরিতে ৮২ বল এবং ৯ উইকেট হাতে রেখেই বিশাল জয় তুলে নিয়েছে উইলিয়ামসনের দল।
উদ্বোধনী ম্যাচেই ইতিহাসের অনন্য নজির দেখল ক্রিকেটবিশ্ব। রাচিন রবীন্দ্র নিজের অভিষেক বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তার ইনিংসটি কিউইদের হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এদিন তার বয়স দাঁড়িয়েছে ২৩ বছর ৩২১ দিন। এর আগে ২৪ বছর ১৫২ দিন বয়সে ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন নাথান অ্যাস্টলে। তবে মজার বিষয় হলো— দুটি ইনিংসই এসেছে ভারতের আহমেদাবাদে এবং প্রতিপক্ষও একই (ইংল্যান্ড)। অ্যাস্টলে সর্বকনিষ্ট হিসেবে ১৯৯৬ বিশ্বকাপে ওই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।
বিজ্ঞাপন
এর আগে কনওয়ে পেয়েছেন ওডিআই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। যার মধ্যে চারটি সেঞ্চুরি তিনি চলতি বছরে করেছেন। শেষ পর্যন্ত সেই সেঞ্চুরিকে ব্যক্তিগত দেড়শ রানে নিয়ে গেছেন কনওয়ে। মাত্র ৮৩ বলেই সেঞ্চুরি করেছেন। যা চলতি বিশ্বকাপের প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি।
জয় নিয়ে মাঠ ছাড়ার সময় কনওয়ে অপরাজিত ছিলেন ১৫২ রানে। ৩২ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার ১২১ বলের ইনিংসটি ১৯টি চার ও তিন ছক্কায় সাজিয়েছেন। এ ছাড়া রবীন্দ্র ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ৮২ বলে। শুরু থেকে তিনিই বেশি আক্রমণাত্মক ছিলেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯৭ রান করে দারুণ কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। উদ্বোধনী ম্যাচে রবীন্দ্র ৯৬ বলে ১১টি চার ও পাঁচ ছক্কায় ১২৩ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচসেরা হয়ে রাচিন রবীন্দ্র বলেন, ‘কখনও কখনও এটি অবিশ্বাস্য, তবে আমাদের জন্য দুর্দান্ত একটা দিন গেছে। অসাধারণ লাগছে। বোলাররা ভালো বোলিং করেছে এবং সৌভাগ্যবশত আমি উইকেটে গিয়ে ডেভনকে পেয়েছি।'
'ডেভনের (কনওয়ে) সঙ্গে অনেক সময় কেটেছে আমার এবং আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু। সে-ই আমাকে বলে কীভাবে কী করতে হবে। তাই উইকেটে ঠান্ডা মাথায় ব্যাট করছিলাম। চার-পাঁচ বছর আগে থেকেই আমরা সবাই জানতাম ডেভন কেমন খেলোয়াড় হতে যাচ্ছে। কিছুটা সুইং থাকলেও উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল, প্রস্তুতি ম্যাচের মতো। গতকাল ফার্গুসন ইনজুরিতে পড়ার সময় জানলাম তিনে ব্যাট করতে হবে। সুযোগ পেয়ে ভালো লাগছে।'--যোগ করেন রাচিন।
এসএইচ/এফআই