রাজনৈতিক দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। এশিয়া কাপ কিংবা আইসিসির কোনো টুর্নামেন্ট ছাড়া দুই দলের মহারণ দেখার সুযোগ নেই। আর তাই কালেভাদ্রে আসা দুই দলের ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে রোহিত ও বাবররা। 

একদিনের বিশ্বকাপ ইতিহাসে ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি পাকিস্তান। এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে এ দুইদল। প্রতিবারই জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। অন্যদিকে, সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। এশিয়া কাপ থেকে টানা চার ম্যাচ হার তাদের সঙ্গী। তাই এই মুহূর্তে তাদের পক্ষে বাজি ধরার লোকও খুব বেশি পাওয়া যাবে না। 

তবে সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল আথারটন মনে করেন, ভারতের সাথে ম্যাচে জয় লাভ করবে পাকিস্তান। এই ক্রিকেট-বিশ্লেষক মনে করছেন, ইমরান খান-ওয়াসিম আকরামরা যা করতে পারেননি, সেটাই করে দেখাবেন বাবর-রিজওয়ানরা। 

ওডিআই র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেও খুব একটা ছন্দে নেই পাকিস্তান। এশিয়া কাপে ভরাডুবির পর চোটের কারণে অন্যতম পেসার নাসিম শাহকে হারিয়েছেন তারা। এতে করে ধার কমেছে তাদের বোলিংয়ের। বাবররা ব্যাট হাতে কতটুকু সফল হবেন তা নিয়েও রয়েছে নানা জল্পনা-কল্পনা। 

অপরদিকে দুর্দান্ত ফর্মে আছে ভারত। এশিয়া কাপ জয়ের পর দেশে ফিরে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তারা। এমন পরিস্থিতিতেও আথারটনের বাজির ঘোড়া পাকিস্তান।

স্কাই স্পোর্টসকে তিনি বলেন, প্রথমবারের মত ওডিআই বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। এটাই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে সেদিন। হতে পারে পাকিস্তান সেদিন সবাইকে চমকে দেবে।  

এফআই