হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের শেষ ভরসা পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ। সেই ব্রোঞ্জের ম্যাচেও চলছে বৃষ্টির বাগড়া। স্থানীয় সময় সকাল ৯টায় নির্ধারিত ছিল খেলা শুরুর সময়। বৃষ্টির জন্য পৌনে দুই ঘন্টা পর ম্যাচ শুরু হয়েছে।

দেড় ঘণ্টারও বেশি সময় নষ্ট হওয়ায় ২০ ওভারের ম্যাচ ১৩ ওভারে পুনঃনির্ধারিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ টস জিতেছে। টসে জিতে অধিনায়ক সাইফ হাসান স্বাভাবিকভাবেই ফিল্ডিং নেন।

৪ ওভারের পাওয়ার-প্লেতে দুর্দান্ত ব্যাটিং করেন পাকিস্তানি দুই ওপেনার মির্জা ও খুশদিল শাহ। মির্জা ১৮ বলে ৩২ রান করেন। পঞ্চম ওভারে রাকিবুল হাসানের বলে ক্যাচ আউট হন খুশদিল শাহ।

পাঁচ ওভারে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৪৮ রান। তখনই আবার টিপটিপ বৃষ্টি শুরু। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

গ্রাউন্ডসম্যানরা কাভার আনতে আনতে বৃষ্টির গতি বাড়ে। পিচের পাশাপাশি আউটফিল্ডও ঢেকে যায় কাভারে। এই প্রতিবেদন লেখার সময়েও বৃষ্টি পড়ছিল। এরকম পরিস্থিতি অব্যাহত থাকলে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যেতে পারে ম্যাচ। আর তেমনটা হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান-ই ব্রোঞ্জ জিতে নেবে। বিপরীতে আরেকটি পদক হাতছাড়া হতে পারে বাংলাদেশের!

এজেড/এএইচএস