দুজনের মধ্যে তুলনাটা এবারই প্রথম নয়। মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছেন নতুন দিনের সাকিব আল হাসান হিসেবে। ব্যাটে বলে দুইজনেই বেশ পারদর্শী। খেলার মাঠে দুজনের অ্যাপ্রোচেও খুব একটা তফাৎ নেই। মিরাজকে নিয়ে তাই স্বপ্নটাও বেশ বড়। সাধারণ ক্রিকেট ভক্তদের মধ্যে এমন বক্তব্য চালু আছে আগে থেকেই। এবার তাতে যোগ দিলেন ক্রিকেটার ইমরুল কায়েসও। 

শনিবার বাংলাদেশের ম্যাচ চলাকালে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ইমরুল লিখেছেন, মিরাজ বিশ্বক্রিকেটে পরবর্তী সাকিব আল হাসান হয়ে উঠছে।

সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বলা হয় বেশ আগে থেকেই। ব্যাটে বলে সাকিব যে অনন্য সেটা ক্রিকেট বিশ্ব টের পেয়েছে বহু আগেই। তবে বেলায় বেলায় সাকিবের বয়স বেড়েছে। চলে এসেছেন ক্যারিয়ার সায়াহ্নে। তবে সাকিবের সেই শুন্যস্থান পূরণে যেন এগিয়ে এসেছেন মেহেদী মিরাজ। 

বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচে নিজের ক্রিকেটীয় সামর্থ্যের জানান ভালোভাবেই দিয়েছেন মিরাজ। আফগানদের তিন উইকেট শিকারের পাশাপাশি করেছেন ৫৬ রান। নিজেদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে জয়ের কক্ষপথে রাখতে মিরাজের অবদানটা অনেক বেশি। 

সাম্প্রতিক সময়টা বেশ দারুণ যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও বলার মত পারফর্ম করেছেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও করেছেন সেঞ্চুরি। সবমিলিয়ে পরের সাকিব হিসেবে হয়ত এখনই নিজেকে চেনাতে শুরু করেছেন মিরাজ। 

জেএ