অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকবেন তো গিল
পাঁচবারের বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ভারত। নিজ দেশের বিশ্বকাপটা জেতার জন্য স্বাভাবিকভাবেই মরিয়া রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করার আগে কিছুটা যেন ধাক্কাই খেতে হয়েছে ভারতকে। ফর্মের তুঙ্গে থাকা ব্যাটার শুভমান গিলকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে দুইয়ে আছেন গিল। ইনিংসের শুরুতে রোহিত শর্মার বিশ্বস্ত সঙ্গীও বলা যায়। অথচ, এমন এক ব্যাটারকেই হয়ত মিস করতে হবে প্রথম ম্যাচে। মশাবাহিত ডেঙ্গু রোগের কারণে হয়ত মাঠে নামা হবেনা তার। অধিনায়ক রোহিত অবশ্য এখনই তাঁকে দলের বাইরে পাঠিয়ে দিচ্ছেন না। আবার দলে তাকে রাখা হবে, এমন আশ্বাসও শোনা যাচ্ছেনা।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এলো শুভমান গিল প্রসঙ্গ। তার অসুস্থতার কথা নিশ্চিত করলেও ম্যাচে থাকার কথা জানাতে পারেননি অধিনায়ক রোহিত, ‘শুভমান অসুস্থ। আমিও তো মানুষ। আমি চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। এক জন অধিনায়ক হিসাবে আমি কখনওই চাইব না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই অবস্থায় শুভমান খেলুক। আমি চাই ও তাড়াতাড়ি দলে ফিরুক। শুভমান তরুণ। আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’
বিজ্ঞাপন
গিলের দ্রুত সুস্থতা কামনা করলেও রোহিত স্পষ্ট কোন বার্তাই দেননি। অথচ, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে গুঞ্জন, তরুণ এই ওপেনারের যা অবস্থা তাতে বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে খেলার সম্ভাবনা প্রায় নেই।
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। আগামী বুধবার পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। এই দুই ম্যাচে গিল খেলতে না খেলতে পারলেও তৃতীয় ম্যাচের আগে তাকে দলে চাইছেন রোহিতেরা। যে ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
জেএ