অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সেরা মুহূর্ত কোনটি?
ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। বাকি কাজটা সেরেছেন বোলাররা। বিশেষ করে পেসাররা। কাগিসো রাবাদা-লুঙি এনগিদি মিলে ভেঙে দিয়েছেন অজি টপ অর্ডার। মিডল অর্ডারে মার্নাস ল্যাবুশেন একাই খানিকটা লড়াই করলেও তা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। ১৩৪ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে একপেশে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জন্ম দিয়েছে দারুণ কিছু মুহূর্তের। একনজরে থাকছে খেলার মোড় ঘুরিয়ে দেওয়া সেসব মুহূর্ত।
বিজ্ঞাপন
নিজের শেষ বিশ্বকাপ খেলতে নেমে যেন উড়ছেন কুইন্টন ডি কক। দুই ম্যাচের দুটিতেই সেঞ্চুরি করেছেন এই উইকেটকিপার ব্যাটার।
বিজ্ঞাপন
প্রোটিয়া পেসারদের তোপে দিশেহারা অস্ট্রেলিয়া, স্টিভ স্মিথও ফিরলেন থিতু হয়ে।
অজিদের টপ অর্ডার গুঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ প্রোটিয়াদের হাতে। উইকেট শিকারের পর নেচে উদযাপন করছেন কাগিসো রাবাদা।
এইচজেএস