ভারত-পাকিস্তান মহারণ নিয়ে ক্রিকেট দুনিয়ায় উত্তাপের কমতি নেই। ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত দ্বৈরথ হিসেবে ধরা হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে। তবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই যেন অচেনা এক পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। তবে মঞ্চটা যখন বিশ্বকাপ, তখন দাপট কেবল টিম ইন্ডিয়ার। আজকের আগে বিশ্বকাপে ৭ বারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ব্যবধানটা আরও বাড়ানোর পথে রোহিতের ভারত। 

আজ (শনিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত সহজ লক্ষ্যে উড়ন্ত শুরু পেয়েছে স্বাগতিকরা।

মাঠে যখন কাঁপছে পাকিস্তান, গ্যালারিতে তখন চলছে উৎসব। আহমেদাবাদের গ্যালারিতে আজ হাজির হয়েছেন ১ লাখ ৩০ হাজারের বেশি দর্শক। যার প্রায় সবাই স্বাগতিক টিমের। গণমাধ্যমের খবর বলছে, ভিসা না পাওয়ায় কোনো পাকিস্তানি সমর্থক আজ বাবরদের সমর্থন দিতে মাঠে যেতে পারেননি। 

ছবিতে ভারত-পাকিস্তান ম্যাচ। ফটো ক্রেডিট ইএসপিএন ক্রিকইনফো। 

মাঠে রোহিতদের দাপট, গ্যালারিতে নীল ঝড়।

বাবর রানে ফিরলেও দলের ব্যাটিং বিপর্যয় থামানো যায়নি। 

 

 

পাকিস্তানের পেশোয়ারের একটি বাড়িতে খেলা দেখছেন পাক সমর্থকরা।

 

এফআই