দুর্দান্ত শুরুর পর ধস নামে লঙ্কান ব্যাটিং লাইনআপে। শেষের ৫১ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে তারা। তাতে কোনো রকমে লড়কাই করার পুঁজি পায় লঙ্কানরা। তবে জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। ৫ উইকেটের জয়ে ভারত বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল অজিরা।

সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৩.৩ ওভারে ২০৯ রান তুলে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেছেন কুশল পেরেরা। অজিদের হয়ে ৪৭ রানে ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। জবাবে খেলতে নেমে ৩৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে ফিফটি পেয়েছেন মিচেল মার্শ ও জশ ইংলিশ।

গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু শ্রীলঙ্কার। উদ্বোধনী দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা এবং কুশল পেরেরা ফিফটির দেখা পেয়েছেন।

অ্যাডাম জাম্পার উদযাপনই বলে দিচ্ছে যেন সব। লঙ্কান শিবিরে একের পর এক আঘাত হানলেন। চার উইকেট তুলে নিয়ে ইনিংসের সেরা বোলারও অজি এই স্পিনার।

বিশ্বকাপে প্রথম ফিফটির দেখা পেলেন জশ ইংলিশ। তার ব্যাটে ভর করেই জয়ের পথে হাটছে অস্ট্রেলিয়া।

এইচজেএস