বিশ্বকাপে আজকের দিনের সেরা মুহূর্ত কোনটি?
ভারত বিশ্বকাপে আজ ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে শ্রীলঙ্কা। অন্য ম্যাচে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২২৯ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের তিনে ওঠেছে প্রোটিয়ারা।
শনিবার (২১ অক্টোবর) লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামের ব্যাটিং পিচ হিসেবে খ্যাতি আছে। দুই পয়েন্ট নিশ্চিতের পাশাপাশি তাই রানরেটের দিকেও মনোযোগ দেওয়ার কথা ভাবতেই পারতো লঙ্কানরা। তবে ম্যাচ জেতার দিকে নজর দিতে গিয়েই কিনা খেললো ধীরগতির ইনিংস। বিশ্বকাপে যখন ৩০০ এরে উপর রান উঠছে হরহামেশা, সেখানে ২৬৩ রান করতেই শ্রীলঙ্কা খেলেছে ৪৯ ওভার পর্যন্ত। বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে ‘৯৬ এর বিশ্বকাপজয়ীরা। ৫ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলে যুক্ত হলো দুই পয়েন্ট।
বিজ্ঞাপন
ওয়াংখেড়েতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ১০৯ রান এসেছে ক্লাসেনের ব্যাট থেকে। জবাবে ২২ ওভারে ১৭০ রানে অল আউট হয় ইংল্যান্ড। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত ছিলেন মার্ক উড।
বিজ্ঞাপন
৯১ রানেই নেই ৬ উইকেট। লখনৌর ইকানা স্টেডিয়ামে লঙ্কানদের বোলিং তোপে দিশেহারা নেদারল্যান্ডস
সাইব্র্যান্ড আর ভ্যান বিকের দুর্দান্ত জুটি নেদারল্যান্ডসকে দিয়েছে ২৬২ রানের লড়াকু পুঁজি।
শুরুতে ডি ককের উইকেট হারালেও রেজা হেনড্রিকস এবং ভ্যান ডার ডুসেনের অর্ধশতকে বড় সংগ্রহের পথেই আছে দক্ষিণ আফ্রিকা।
এইচজেএস