বিশ্বকাপে আজকের দিনের সেরা মুহূর্ত কোনটি?
ভারত বিশ্বকাপে আজ ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ রানে হারিয়ে আসরে চতুর্থ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অন্য ম্যাচে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ৮৭ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি করেছে ডাচরা।
শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান এসেছে এডওয়ার্ডসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, শরিফুল ও তাসকিন। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ২ বলে ১৪২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন মিরাজ।
বিজ্ঞাপন
চলতি বিশ্বকাপেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। সেদিন তারা শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রান টপকে গিয়েছিল। এবার তার চেয়ে আরও বড় লক্ষ্য পেরোনোর পথেই ছিল নিউজিল্যান্ড। কিন্তু রাচিন রবীন্দ্র’র সেঞ্চুরি এবং ড্যারিল মিচেল ও জিমি নিশামের ফিফটির পরও জয়ের দ্বারপ্রান্তে গিয়েই হতাশায় পুড়তে হলো কিউইদের। ফলে অস্ট্রেলিয়ার নেওয়া ৩৮৯ রান তাদের নাগালের বাইরেই থেকে গেল। রুদ্ধশ্বাস ম্যাচে প্যাট কামিন্সের দল ৫ রানে জিতেছে।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৫ ওভারেই দেড়শো পেরোয় অস্ট্রেলিয়ার রান। ওয়ার্নার ফিরে গেলেও বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া।
নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতে দারুণ শুরু বাংলাদেশের। ৬৩ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছে ডাচরা।
সাকিব আল হাসানকে আউট করে পল ভ্যান মিকেরেনের উল্লাস। এভাবে তিনবার ডাচদের আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন এই পেসার। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ৮৭ রানে হেরেছে।
এইচজেএস