গতকাল নেদারল্যান্ডসের দেওয়া ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই পথ হারায় বাংলাদেশ। বরাবরের মতো ব্যর্থ হয়েছে টপ অর্ডার। সেই ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছেন মিডল অর্ডার ব্যাটাররাও। ফলাফল — বড় হার। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের হারে সেমির স্বপ্ন কাগজে-কলমে টিকে থাকলেও বাস্তবে শেষই বলা যায়।

শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান এসেছে এডওয়ার্ডসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, শরিফুল ও তাসকিন।

জবাবে খেলতে নেমে ৪২ ওভার ২ বলে ১৪২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন মিরাজ। নেদারল্যান্দসের হয়ে ২৩ রানে ৪ উইকেট শিকার করেছেন ফন ম্যাকারেন।

বাংলাদেশের এমন পরাজয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক টপ-অর্ডার ব্যাটার শাহরিয়ার নাফিস। রাত ১১টা ১৬ মিনিটে তিনি লেখেন, ‘২৮ অক্টোবর ২০২৩'।

এইচজেএস