ইংল্যান্ড-ভারত ম্যাচের স্মরণীয় মুহূর্ত
ব্যর্থতার বেড়াজাল থেকে যেন মুক্তি নেই ইংল্যান্ডের। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে আসা দলটির এখন বাদ পড়া প্রায় নিশ্চিত। ভারতের বিপক্ষে বল হাতে দারুণ শুরু পেয়েও সেটা আর ধরে রাখা হয়নি তাদের। ব্যাটিং ইউনিট হয়েছে পুরোপুরি বিধ্বস্ত। আর তাতেই বাড়ি ফেরা অনেকটা নিশ্চিত জশ বাটলারদের।
২৩০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিদের কল্যাণে মাত্র ১২৯ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতের বিপক্ষে তাদের হার ১০০ রানে।
বিজ্ঞাপন
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচের স্মরণীয় কিছু মুহূর্ত এক নজরে দেখে নেওয়া যাক
বিজ্ঞাপন