মাঠে নামার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান
১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের আরেকটি বিশ্বকাপ আসর কি হতাশায় মোড়ানো হতে যাচ্ছে? সেটি জানতে আর অল্প সময়ই অপেক্ষা করতে হবে বাবর আজমদের। ইতোমধ্যে আফগানিস্তানের বড় জয়ে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ কিছুটা কঠিন হয়ে পড়েছে। নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে আজ (শুক্রবার) বিশ্বকাপের চতুর্থ জয় পেয়েছে আফগানরা। অন্যদিকে, সেমিতে উঠতে হলে পরবর্তী দুটি ম্যাচ জয়ের পাশাপাশি পাকিস্তানকে রশিদ খানদের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে!
আগে থেকেই বাবরদের সেমিতে ওঠার রাস্তাটা ‘বন্ধুর’ হয়ে আছে। কারণ সাত ম্যাচে তারা জয় পেয়েছে কেবল তিনটিতে। বিপরীতে আজকের ম্যাচ দিয়ে সাত ম্যাচে চতুর্থ জয় পেল হাশমতউল্লাহ শহিদীর দল। তবুও আশা ছাড়তে রাজি নয় বাবর-শাহিন আফ্রিদিরা। আগামীকাল (শনিবার) তারা নিজেদের অষ্টম ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নেদারল্যান্ডস ও আফগানিস্তানের আজকের ম্যাচের আগে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন লড়াইয়ের ফলের দিকে তাকিয়ে ছিল। কিন্তু এখন তাদের আফগানদের হারের ওপরও নির্ভর করতে হচ্ছে। আগামী দুই ম্যাচে আফগানরা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। যার মধ্যে অন্তত একটিতে হার পাকিস্তানের সেমির দরজা খুলে দিতে পারে। বিপরীতে কিউইদের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষেও জয় প্রয়োজন বাবরদের। এরপর বাবর ও রশিদদের পয়েন্ট সমান হলে করা হবে নেট রানরেটের হিসাব।
বিজ্ঞাপন
| # | দল | ম্যাচ | জয় | হার | ড্র | পরিত্যক্ত | নেট রানরেট | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| ১ |
|
৭ | ৭ | ০ | ০ | ০ | ২.১০২ | ১৪ |
| ২ |
|
৭ | ৬ | ১ | ০ | ০ | ২.২৯০ | ১২ |
| ৩ |
|
৬ | ৪ | ২ | ০ | ০ | ০.৯৭০ | ৮ |
| ৪ |
|
৭ | ৪ | ৩ | ০ | ০ | ০.৪৮৪ | ৮ |
| ৫ |
|
৭ | ৪ | ৩ | ০ | ০ | -০.৩৩০ | ৮ |
| ৬ |
|
৭ | ৩ | ৪ | ০ | ০ | -০.০২৪ | ৬ |
| ৭ |
|
৭ | ২ | ৫ | ০ | ০ | -১.১৬২ | ৪ |
| ৮ |
|
৭ | ২ | ৫ | ০ | ০ | -১.৩৯৮ | ৪ |
| ৯ |
|
৭ | ১ | ৬ | ০ | ০ | -১.৪৪৬ | ২ |
| ১০ |
|
৬ | ১ | ৫ | ০ | ০ | -১.৬৫২ | ২ |
তবে কেবল আফগানরাই নয়, বাবরদের পথের কাঁটা হতে পারে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াও। তাদের কেউই এখনও সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। এখন পর্যন্ত টানা সাত জয়ে সেমিতে পা রেখেছে স্বাগতিক ভারত। এছাড়া ছয় জয় নিয়ে দক্ষিণ আফ্রিকারও সেমিতে ওঠা প্রায় নিশ্চিত। বাকি দুই সেমিফাইনালিস্টের দৌড়ে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এই দৌড়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সামনের সারিতেই রয়েছে।
আরও পড়ুন
পাকিস্তানের জন্য দুশ্চিন্তার বিষয় হচ্ছে— আফগানরা সমান ৭ ম্যাচ খেলে একটিতে বেশি জিতেছে। ফলে তাদের পয়েন্ট ৮। সমান ম্যাচ খেলেও পাকিস্তানের অর্জন ৬ পয়েন্ট। আজকের জয়ে তারা পাকিস্তানকে টপকে টেবিলের পাঁচে উঠে গেল। এছাড়া ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। ১২ পয়েন্ট নিয়ে তারপরই অবস্থান প্রোটিয়াদের। এছাড়া সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান অস্ট্রেলিয়া ও কিউইদের। বাকি তিন দল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে।
এএইচএস