ছবিতে দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচ
আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল দুই দল। ইডেন গার্ডেনসের এই ম্যাচটা তাই বিশ্বকাপের সেমিফাইনালের আগে প্রস্তুতির অংশই ছিল দুই দলের জন্য। আর সেই প্রস্তুতির পরীক্ষায় পাশমার্ক পেয়েছে ভারত। ব্যাটে বলে দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে একপ্রকার বিধ্বস্তই করেছে তারা। জয় এসেছে ২৪৩ রানের বড় ব্যবধানে।
কলকাতার মাঠে রোববারের ম্যাচে দেখা গিয়েছে অনেক কিছুই। জন্মদিনে বিরাট কোহলির সেঞ্চুরি, রবীন্দ্র জাদেজার পাঁচ উইকেটসহ অনেক কিছুই নজর কেড়েছে দর্শকদের। ম্যাচের সেই বিশেষ মুহূর্ত থাকছে একনজরে।
বিজ্ঞাপন
জন্মদিনের জন্যই হয়তো এত অপেক্ষা। এত আয়োজন। নিজের ৩৫ তম জন্মদিনে ওয়ানডে ক্রিকেটে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির (৪৯) রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি।
বিজ্ঞাপন
কুইন্টন ডি ককের এই হতাশার ভঙ্গিটাই কি দক্ষিণ আফ্রিকার চিত্র? কলকাতায় রানতাড়া করতে গিয়ে রীতিমত হিমশিম খেয়েছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আসা যাওয়ার মিছিলটাই যেন ম্যাচের দ্বিতীয় ইনিংসের সারাংশ!
জেএ