বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শনির দশা লেগেই আছে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারার পর, বাংলাদেশের বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। কিন্তু এরপর টানা ৫ ম্যাচে হার তাদের। সর্বশেষ নিজেদের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে সেমির আশা শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। অথচ কে ভেবেছিল টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলে হৈচৈ ফেলে দেয়া ইংলিশদের এমন দুরবস্থা হবে! 

বর্তমানে ইংল্যান্ডের যা অবস্থা, তাতে করে শঙ্কায় ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। বাটলার বলছেন অধিনায়ক হিসাবে কারোর কাছেই এটি ভালো বিষয় নয়। এছাড়া ব্যাট হাতে দলে অবদান রাখতে না পারার ব্যর্থতাও স্বীকার করছেন তিনি। 

অস্ট্রেলিয়ার কাছে হেরে বাটলার বলেন, 'আমি খুবই হতাশ। ম্যাচের পর আমরা এই বিষয়টি নিয়েই কথা বলছিলাম।তবে ব্যাটিংয়ে আরও বেশি উন্নতি করা দরকার, কিন্তু আমরা এখনও অনেকটাই পিছিয়ে রয়েছি। আপনি যখন ৩০ রানে হারেন তখন কোনও অভিযোগ থাকে না।'

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ভারতে এসেছিল ইংল্যান্ড। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে না পেরে চরম হতাশাই ঝরলো বাটলারের কন্ঠে, 'একজন ক্যাপ্টেন হিসেবে আপনি এই অবস্থানে দাঁড়িয়ে আছেন এটা খুবই হতাশার। আপনি ভারতে এসেছিলেন অনেক আশা নিয়ে, আমরা নিজেদের প্রতি কোনও সুবিচার করিনি, সকলেই জানে আমরা কতটা পরিশ্রম করেছি। এই পরাজয়ের ভারটা আমাদের কাঁধে অনেক বেশি চাপ দিচ্ছে।'

এইচজেএস