সাকিবরা খেলাটাকে নিচে নামিয়েছে : ম্যাথিউস
দিল্লিতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে ক্রিকেট ইতিহাস দেখল নতুন এক আউট। যে আউট আগে কখনো দেখেননি ক্রিকেটপ্রেমীরা। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হিসেবে টাইমড আউটের নজির স্থাপন করেছে বাংলাদেশ দল। যার 'বলি' হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাচ শেষে অবশ্য যে কারণে বাংলাদেশ দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। এরপর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ম্যাথিউস। শুরুতেই জানান তিনি কোনো ভুল করেননি। এমনকি প্রশ্ন তুললেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কমনসেন্স নিয়েও। লঙ্কান এই অভিজ্ঞ ক্রিকেটার মনে করেন সাকিবরা খেলাটাকে নিচে নামিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় ম্যাথিউস বলেন, 'আমি ভুল কিছু করিনি। আমি যথাসময়েই মাঠে গিয়েছি। এটা হেলমেটের ভুল ছিল। আমি জানি না সাকিবের কমনসেন্স কোথায় গেল তখন, এটা সাকিব ও বাংলাদেশের কাছ থেকে অসম্মানজনক। তারা খেলাটাকে এতো নিচে নামাল। আইন অনুযায়ী আমি দুই মিনিটের মধ্যেই সেখানে ছিলাম।'
বিজ্ঞাপন
এছাড়া আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করে ম্যাথিউস বলেন, 'যখন হেলমেটে সমস্যা দেখি তখনও আমার হাতে ৫ সেকেন্ড ছিল। কোচকেও আম্পায়ার বলেছিল তারা দেখেনি যে আমার হেলমেট ভেঙেছে। আমি মানকাড বা অবস্ট্রাকশন নিয়ে বলছি না, এটা কমনসেন্সের কথা বলছি। এটা অবশ্যই অসম্মানজনক।'
এসএইচ