ওয়ানডে ফরম্যাটের অবসর ভেঙেই ভারতের মাটিতে চলমান বিশ্বকাপ খেলতে এসেছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। শুরুর দিকে চোটের কারণে তিনি না খেললেও শেষ দুই ম্যাচে জয় এসেছে স্টোকসের কল্যাণে। বিশ্বকাপের ৬ ম্যাচে তিনি দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন। তবে অনেকেই ধারণা করেছিলেন— বিশ্বকাপ শেষে হয়তো আবারও ওয়ানডের জার্সি তুলে রাখবেন স্টোকস। টুর্নামেন্টের সেমিফাইনালের আগে লজ্জাজনক বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপরই ইংলিশ অলরাউন্ডার নিজের নতুন সিদ্ধান্ত জানিয়েছেন।

গতকাল (শনিবার) কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে পাকিস্তান ও ইংল্যান্ড। যেখানে আগে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ওভার শেষে ৩৩৭ রান সংগ্রহ। সর্বোচ্চ ৮৪ রান আসে স্টোকসের ব্যাট থেকে। সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে সেই রান টপকাতে হতো মাত্র ৪০ বলে। সেটি তো হয়নি, উল্টো পাকিস্তান ম্যাচ হেরেছে ৯৩ রানের বড় ব্যবধানে। বিশ্বকাপ যাত্রা শেষ হলেও কালকের জয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ম্যাচ শেষে ওয়ানডে থেকে অবসরের প্রসঙ্গ উঠলে স্টোকস বলেন, ‘আগেও বলেছিলাম যে কাজের চাপের কারণেই এই সংস্করণ থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম। আমি টেস্ট অধিনায়ক, সামনে অনেক খেলা আসছে, অনেক কিছু আছে যা আমি টেস্ট দলের হয়ে করতে চাই। এটি এমন একটি সিদ্ধান্ত যা সম্ভবত আমাকে বেশ কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। বিষয়টা (ওয়ানডে খেলা) নিয়ে আরও চিন্তা করতে হবে।’

চোটের কারণে এবারের বিশ্বকাপে শুরুতে খেলতে পারেননি স্টোকস। পরে ফিরলেও এখনও শতভাগ ফিট নন তিনি। তাই বিশ্বকাপ শেষেই বাঁ-হাঁটুতে অস্ত্রোপচার করাবেন। জানুয়ারিতে ইংল্যান্ডের টেস্ট দলের সঙ্গে ভারত সফরে ফিট হওয়ার বিষয়ে আশাবাদী এই তারকা, ‘সামনেই ক্রিস্টমাস, এই সবকিছুর মধ্যে আমার হাঁটুকে ঠিক রাখাও আমার বড় কাজ। তাই আমি নিজেকে দ্রুত ফিট করতে চাই।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার বিশ্বকাপ অভিযান সফল না হলেও শেষটা ভালো করতে পারায় খুশি স্টোকস, ‘পরাজয়ের চেয়ে শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা অনেক ভালো। কিন্তু আমি মনে করি না যে শেষ দুটি ম্যাচ সবকিছুকে ঢেকে ফেলবে। এই টুর্নামেন্টটি আমাদের জন্য স্পষ্টতই খুব হতাশাজনক ছিল। আমরা এ সম্পর্কে খুব সচেতন। আমি এটা অনেকবারই বলছি যে, খুবই খারাপ খেলেছি। এটাকে ভুলতে হবে ও নতুন করে লড়াইয়ে নামতে হবে।’

পুরো ফিট না হওয়ায় বিশ্বকাপে কেবল ব্যাটসম্যান স্টোকসকে দেখা গেছে। অনেকদিন ধরেই তিনি বোলিং করতে পারছেন না, অনুশীলনে বোলিং প্রান্তে পা বাড়াতেই ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। ব্যাট হাতে তার বিশ্বকাপ পারফরম্যান্সের চিত্রটা এমন— ৫, ৪৩, ০, ৬৪, ১০৮ ও ৮৪।

এএইচএস