ঘরের মাঠে বিশ্বকাপ, তার ওপর ফাইনালে লড়ছে স্বাগতিক দল। দীর্ঘদিন পর আরেকটি শিরোপা জয় দেখার আশায় গোটা ভারত। যার একটি অংশ আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হয়েছেন। বিশ্বের অন্যতম বৃহৎ এই ভেন্যুর ধারণক্ষমতার হিসাবে দেখা হলে— হতে পারে এক লাখ ৩০ হাজার দর্শক। গুটিকয়েক অস্ট্রেলিয়ান ভক্তদের চারদিকে পরিণত হয়েছে ‘নীল সমুদ্র।’

ছবিতে আহমেদাবাদের নীল সমুদ্র

 

স্বাগতিক দলের শিরোপার লড়াই। ক্রিকেট পাগল দেশটির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে বহুগুণে। আজ সকাল থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের প্রবেশমুখে দর্শকদের জটলা দেখা যায়। 
বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়ামে নীল উৎসব।
ভারতের নীল সমুদ্রে গুটিকয়েক অস্ট্রেলিয়ান সমর্থকেরও দেখা মিলছে।
বিশ্বকাপ ফাইনাল মাঠে গড়ানোর আগে এয়ার শো প্রদর্শনী আহমেদাবাদের আকাশে।

ছবি-আইসিসি ও ক্রিকইনফোর সৌজন্যে

এফআই