বয়স বাড়ছে, সঙ্গে যোগ হয়েছে চোট। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে বিবেচিত হননি মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারেননি একই কারণে। পিঠের চোট বেশ ভোগাচ্ছে এই অলরাউন্ডারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ বলছে, ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে গেলে এখনই কিছু সিদ্ধান্ত নিতে হবে রিয়াদকে।

গণমাধ্যমকে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের যে ইনজুরিটা আছে ব্যাকের, সেটি প্রকট আকার ধারণ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়। এরপর থেকেই ব্যথাটা তাকে অন অ্যান্ড অফ ভোগাচ্ছে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা অবশ্যই দরকার মাহমুদউল্লাহ রিয়াদের জন্য। ওর বোলিং, ফিল্ডিং... যেহেতু অনেকদিন ধরে খেলছে, সে নিজেই বোঝে তার শরীর সম্পর্কে। কিছু কিছু সিদ্ধান্ত ওকেই নিতে হবে যে কতটুকু ইন্টেন্সিটিতে বল করলে কিংবা ফিল্ডিং করলে ও নিরাপদ থাকবে।’ 

শ্রীলঙ্কা সিরিজে মাহমুদউল্লাহর দলে না থাকা প্রসঙ্গে দেবাশিষ জানান, ‘আমাদের কাজ হচ্ছে ওকে যথাসাধ্য চোটমুক্ত রাখার চেষ্টা করা। সে কারণেই ফিজিওর সাথে আলাপ করে নির্বাচকরা তাকে এই সিরিজ থেকে অব্যাহতি দিয়েছে, যেন রিকভারির পর্যাপ্ত সময় পায়।’

দেখতে দেখতে বয়সের কোটা ৩৫ ছুঁয়েছে মাহমুদউল্লাহর। এ অবস্থায় পিঠের চোটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কতটুকু কাজে আসবে? দেবাশিষের মতে, ফিটনেস ধরে রাখতে পারলে আরও অনেকদিন খেলতে পারবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। মাহমুদউল্লাহর অভিজ্ঞতা বড্ড প্রয়োজন বাংলাদেশ দলের।

দেবাশিষ বলেন, ‘আমার মনে হয়না যে ৩৫ এমন বয়স যেটার কারণে ওকে খেলা ছেড়ে দিতে হবে। অবশ্যই ও ফিটনেস ধরে রাখতে পারলে আরও অনেকদিন খেলতে পারবে। বিশ্ব ক্রিকেটে এমন নজিরের অভাব নেই। ওর অভিজ্ঞতাটাও আমাদের দরকার আছে। আমরা চেষ্টা করব ওর খেলোয়াড়ি জীবন যেন দীর্ঘায়িত করা যায়।’

টিআইএস/এটি