গুজরাট টাইটান্স ছেড়ে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন এমন খবর বেশ কয়েক দিন আগে শোনা যায়। তাই আজ গুজরাটের ধরে রাখা খেলোয়াড়ের তালিকায় হার্দিককে দেখে অনেকেই খানিকটা অবাকই হয়েছেন। তবে এবার ক্রিকবাজ বলেছে, আনুষ্ঠানিকভাবে হার্দিককে ট্রেডে মুম্বাইয়ে দিয়েছে গুজরাট।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কতৃপক্ষ।

সেই নিয়ম মেনেই আজ খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিয়েছে গুজরাট। যেখানে দেখা গেছে, মোট ৮জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে গুজরাট। আর ধরে রেখেছে ১৮ জন ক্রিকেটারকে। এই ধরে রাখা ক্রিকেটারের তালিকায় আছেন হার্দিকও। এমনকি দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তাকে।

তালিকা জমা দিলেও অবশ্য ট্রেডিংয়ে এখনো দল বদলের সুযোগ আছে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত ফ্যাঞ্চাইজিগুলো ট্রেডিংয়ের মাধ্যমে ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। সেই সুযোগেই হার্দিককে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পান্ডিয়াকে পুরোপুরি নগদ টাকায় কিনেছে মুম্বাই। সেজন্যই বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্যাঞ্চাইজিটি। সেখান থেকে প্রাপ্ত অর্থে এবার হার্দিককে ভিড়িয়েছে আসরের সবচেয়ে সফল দলটি।

এইচজেএস