বিশ্বকাপ জয়ের পরপরই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে মুদ্রার উল্টো পিঠ দেখছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেছে তারা। এবার সিরিজের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী দলের ৬ ক্রিকেটার। শেষ তিনটি ম্যাচ তারা খেলছেন না। থেকে যাচ্ছেন শুধু বিশ্বকাপ ফাইনালে শতরান করা ট্র্যাভিস হেড। বাকি ম্যাচগুলোর জন্য নতুন করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

যেন বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গের বদলা নিতে চাইছে ভারত। তা নাহলে এমন নির্দয়ভাবে কেনইবা খেলবে তারা। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তরুণরা যেন বুঝিয়ে দিচ্ছেন ভারতের সক্ষমতা ঠিক কতখানি। যশস্বী জয়সাওয়াল, রিংকু সিং, রবি বিষ্ণোইরা নিজেদের চেনাচ্ছেন নতুন করে। আর নতুন করে অধিনায়কত্ব পাওয়া সূর্যকুমার যাদবও যেন খুঁজে পেয়েছেন নিজের হারানো ফর্ম। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। 

এদিকে, প্রথম দুই ম্যাচ হারের পর বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ। মঙ্গলবারই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন স্মিথ এবং অ্যাডাম জাম্পা। বুধবার দেশে ফিরবেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস এবং শন অ্যাবট। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও এই চার ক্রিকেটারের খেলার সম্ভাবনা কম।

সোমবারই ভারতে থাকা দলের সঙ্গে যোগ দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ফিলিপস এবং ব্যাটার বেন ম্যাকডারমট। রায়পুরে চতুর্থ ম্যাচের আগে যোগ দেবেন বেন ডোয়ার্শুইস এবং স্পিনার ক্রিস গ্রিন।

শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দল: ম্যাথু ওয়েড, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডোয়ার্শুইস, মাথান এলিস, ক্রিস গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, তানভীর সাঙ্ঘা, ম্যাট শর্ট এবং কেন রিচার্ডসন।

এফআই