দক্ষিণ এশিয়ান পর্যায়ে বাংলাদেশের বেশ কয়েকটি পদক এসেছে কারাতের মাধ্যমে। এশিয়ান গেমস কান্ডের পর থেকে সেই কারাতে এখন নেতিবাচক শিরোনাম। ২৭ নভেম্বর-৫ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা, রেফারি সেমিনার ও কংগ্রেস অনুষ্ঠিত হবে। এই তিন বিষয়ের বাংলাদেশ কারাতে ফেডারেশন ৫২ জনের সরকারি আদেশ (জিও) করিয়েছে।

৫২ জনের মধ্যে ৩০ জন খেলোয়াড়। বাংলাদেশ এই প্রতিযোগিতায় সিনিয়র-জুনিয়র নারী পুরুষ, ক্যাডেট নারী-পুরুষ ও অনূর্ধ্ব-২১ নারী, পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এসএ গেমস ছাড়াও সাউথ এশিয়ান কারাতে থেকেও বাংলাদেশের পদক আসে অনেক।

সরকারি আদেশ পত্রে আর্থিক ব্যয় ও সংস্থান সম্পর্কে উল্লেখ রয়েছে, ‘অংশগ্রহণকারী খেলোয়াড়দের ব্যয়ভার আপাতত: বাংলাদেশ কারাতে ফেডারেশন বহন করবে। পরবর্তীতে অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত ব্যয় সমন্বয় করা হবে তবে কংগ্রেস সংক্রান্ত ব্যয়ভার সংশ্লিষ্টরা ব্যক্তিগতভাবে বহন করবে। এতে জাতীয় ক্রীড়া পরিষদ বা বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংশ্লেষ নেই।’

১৫ জন রেফারি-প্রশিক্ষক; সাত জন ফেডারেশনের কর্মকর্তা। কংগ্রেসে অংশগ্রহণ করবেন কর্মকর্তারা। রেফারি সেমিনার আগে হওয়ায় গতকাল অনেকেই কাঠমান্ডুতে পৌঁছেছেন। খেলোয়াড়দের ১ ডিসেম্বর রওনা হওয়ার কথা। 

এজেড/এইচজেএস