সূর্যের তাপে পুড়ল দক্ষিণ আফ্রিকা
সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে কিছুটা ছাড় দেয় প্রকৃতি। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজে বাঁচাতে শেষ ম্যাচের জয়ের বিকল্প ছিল না ভারতের। এমন সমীকরণ মাথায় নিয়ে রীতিমতো ঝড় তোলেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়কের ঝড়ে উড়ে গেছে স্বাগতিকরা। ফলে ১-১ সমতায় সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।
গত রাতে জোহানেসবার্গে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন সূর্যকুমার। জবাবে খেলতে নেমে ১৩ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।
বিজ্ঞাপন
বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই পথ হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেন ম্যাথু ব্রেটজি। সুবিধা করতে পারেননি রেজা হেন্ড্রিকসও। তার ব্যাট থেকে এসেছে ৮ রান। চারে নেমে ৫ রানে ফিরেছেন হেনরিখ ক্লাসেন।
টপ অর্ডার ব্যাটারদের এমন ব্যর্থতার মাঝেও ঝোড়ো শুরু করেছিলেন এইডেন মার্করাম। তবে ইনিংস বড় করতে পারেননি এই ইনফর্ম ব্যাটারও। ১৪ বলে ২৫ রান করে ফিরেছেন তিনি। এরপর ডেভিড মিলার ছাড়া আর কেউই দাঁড়াতেই পারেননি। মিলার ৩৫ রান করলেও একশোর আগেই অলআউট হয়েছে প্রোটিয়ারা।
বিজ্ঞাপন
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন শুবমান গিল। তিনে নেমে ব্যর্থ হয়েছেন তিলক ভার্মাও। ডাক খেয়েছেন এই তরুণ ব্যাটার। তবে এরপর ইয়াশভি জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান সূর্যকুমার।
জয়সাওয়াল ৬০ রান করে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার। ৭ চার আর ৮ ছক্কায় ৫৬ বলে করেছেন ১০০ রান। তার এমন দুর্দান্ত ইনিংসে ভর করেই দুইশোর্ধ্ব সংগ্রহ পায় ভারত।
এইচজেএস