অক্ষর প্যাটেল ও শামস মুলানি/ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লি ক্যাপিটালসের প্রথম দিকের কিছু ম্যাচে খেলতে পারবেন না অক্ষর প্যাটেল। তার বদলে দিল্লি দলে ঢুকিয়েছে অলরাউন্ডার শামস মুলানিকে। এরই সঙ্গে সঙ্গে আইপিএল পেয়ে গেছে ইতিহাসের প্রথম কোভিড-১৯ বদলির দেখা।

করোনা নেগেটিভের রিপোর্ট নিয়ে দলে ঢুকলেও এরপরই জৈব সুরক্ষা বলয়ের ভেতর করোনা ভাইরাসে আক্রান্ত হন অক্ষর। আইপিএল শুরুর তিন দিন আগে করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত তার করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসেনি। বর্তমানে তিনি আছেন দলের সার্বক্ষণিক চিকিৎসা সুবিধা সহ আইসোলেশনে।

তার জায়গায় দলে ঢুকেছেন ২৪ বছর বয়সী শামস যিনি এখন পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন, সঙ্গে ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচও। প্রথমবারের মতো আইপিএল দল পেয়ে এবার ক্ষণ গুনছেন আইপিএল অভিষেকের।

এই সুযোগ অবশ্য তার ধারাবাহিক পারফরম্যান্সের ফসল। সর্বশেষ বিজয় হাজারে ট্রফিতে ছয় ম্যাচে ওভারপ্রতি ৫.১৫ রান দিয়ে শিকার করেছিলেন ৯ উইকেট। ব্যাট হাতেও ছিল ৩ ইনিংসে ৯১ রান। সেমিফাইনাল ও ফাইনালে খেলেছিলেন ৪৫ ও ৩৬ রানের দুটো গুরুত্বপূর্ণ ইনিংস। মুম্বাইয়ের শিরোপাজয়ে অল্প হলেও অবদানটা গুরুত্বপূর্ণই ছিল শামসের। এরপর মুশতাক আলি ট্রফিতেও মুম্বাইয়ের সেরা বোলার ছিলেন তিনিই। যারই ফলশ্রুতিতে আইপিএল দলে আসা। 

তবে চোটের কারণে শ্রেয়াশ আইয়ার ইতোমধ্যেই অবশ্য পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন, তার বদলি হিসেবেও খেলোয়াড় দলে ঢুকিয়েছে দিল্লি। অনিরুদ্ধ জোশি অবশ্য শামস মুলানির মতো অতো তরুণ নন। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস দলে ডাক পেয়েছিলেন। সাবেক ভারতীয় স্পিনার ও বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল জোশির সঙ্গে তার সম্পর্কটা চাচা-ভাইপোর।

এনইউ