ঘটনাবহুল ২০২৩ সালের বিদায়ের পর সামনে এসে হাজির বহুল প্রতিক্ষীত ২০২৪। নতুন এই বছরকে নিয়ে এখন থেকেই চলছে দিনের গণনা। ক্রীড়াজগতের সবচেয়ে বড় কিছু আসরের দেখা মিলবে চলতি বছরেই। ফুটবলে আছে চারটি মহাদেশীয় আসর। ক্রিকেটে তেমনি থাকছে নারী এবং পুরষ বিভাগের বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেটে আছে ব্যস্ত সূচি। আবার ফুটবলেও অখন্ড অবসরের সুযোগ নেই। 

আছে গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত হওয়া অলিম্পিক। সঙ্গে টেনিস দুনিয়ার চার গ্র্যান্ডস্লাম তো আছেই। উয়েফা নেশন্স লিগ, আইপিএল, বিপিএলের মত আরও কিছু টুর্নামেন্ট মাতিয়ে রাখবে মাঠ। ২০২৪ সালের ক্রীড়াজগতের সমস্ত ব্যস্ত সূচি দেখে নেওয়া যাক এক নজরে। 

জানুয়ারি 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (১৭ জানুয়ারি-১ মার্চ)

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (১৯ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি)  

এএফসি এশিয়ান কাপ (১২ জানুয়ারি-১০ ফেব্রুয়ারি) 

আফ্রিকান কাপ অফ নেশন্স (১৪ জানুয়ারি-১২  ফেব্রুয়ারি) 

ফেব্রুয়ারি 

শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর

  • ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্ব 

মার্চ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ (ফুটবল)

  • মার্চ ২১ বাংলাদেশ বনাম ফিলিস্তিন
  • মার্চ ২৬ ফিলিস্তিন বনাম বাংলাদেশ

এপ্রিল

জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফর

  • ২ টেস্ট, ৫ টি-টোয়েন্টি 

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ (২ এপ্রিল-২৫ এপ্রিল) 

ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্স (২০ এপ্রিল থেকে শুরু) 

মে 

ইউরোপা লিগ ফাইনাল

এফএ কাপ ফাইনাল (২৫ মে)  

ফ্রেঞ্চ ওপেন (২০ মে- ৯ জুন)

জুন 

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (১ জুন)

উয়েফা ইউরো (১৪ জুন-১৪ জুলাই) 

কোপা আমেরিকা (২০জুন-১৪ জুলাই) 

বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্ব 

  • জুন ৬ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
  • জুন ১১ লেবানন বনাম বাংলাদেশ

জুলাই

বাংলাদেশ দলের আফগানিস্তান সফর

  • ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি 

প্যারিস অলিম্পিক (২৬ জুলাই-১১ আগস্ট) 

উইম্বলডন (১ জুলাই-১৪ জুলাই) 

আগস্ট 

বাংলাদেশ দলের পাকিস্তান সফর 

  • ২ টেস্ট 

ইউএস ওপেন (২৬ আগস্ট-৮ সেপ্টেম্বর) 

প্যারাঅলিম্পিক্স 

সেপ্টেম্বর 

বাংলাদেশ দলের ভারত সফর 

  • ২ টেস্ট, ৩ ওয়ানডে 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (সেপ্টেম্বর-অক্টোবর) 

উয়েফা নেশন্স লিগ 

অক্টোবর 

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর 

  • ২ টেস্ট 

নারী সাফ চ্যাম্পিয়নশিপ ( ২১ অক্টোবর- ৩ ডিসেম্বর) 

নভেম্বর 

বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর 

  • ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি 

জেএ